ঈশান ছাড়াও নুসরতের আছে আরো এক সন্তান, এবার নিজের দ্বিতীয় সন্তানের ছবি প্রকাশ্যে আনলেন অভিনেত্রী

টলিপাড়ার প্রথম সারির অভিনেত্রী ‘নুসরাত জাহান’ (Nusrat Jahan)।খুব বেশি দিনের জন্য তিনি অভিনয় জীবনে পদার্পণ না করলেও, ইতিমধ্যে অনেক যশ-খ্যাতি তার কপালে এসে জুটেছে। এর পাশাপাশি রাজনৈতিক মহলেও এক পাকাপাকি জায়গা করে নিয়েছেন তিনি। বর্তমানে তৃণমূল কংগ্রেসের সাংসদ নুসরাত জাহান। এইসবের পাশাপাশি তার জীবনের শুরু হয়েছে এক নয়া ইনিংস।
২০২১ সালে মাতৃ সুখ পেয়েছেন নুসরাত! মা হয়েছেন এক পুত্র সন্তানের। তার সন্তানের বাবা অভিনেতা যশ দাশগুপ্ত (Yash Dasgupta), এই নিয়েও আর কোনো সংশয় নেই। তবে এবার দ্বিতীয় সন্তানের মুখও প্রকাশ্যে আনলেন তিনি, যার ফলে সকলেরই মনের প্রশ্ন জেগেছে এরই মধ্যে আবার কবে মা হলেন তিনি!
তবে তার দ্বিতীয় সন্তান কোন মানুষ নয়, তাদের প্রিয় পোষ্য। যশের পোষ্যকে এখন নিজের সন্তানের মতনই লালন পালন করছেন অভিনেত্রী। এই সারমেয় ই তার দ্বিতীয় সন্তান! সম্প্রতি সোশ্যাল মিডিয়ার পাতায় তার প্রিয় পোষ্যকে তার সাথে দেখা গেছে আর যাকে তিনি দ্বিতীয় সন্তান বলে উল্লেখ করেছেন। পোষ্যর সাথে এই ছবিগুলিতে কখনো তাকে জড়িয়ে ধরেছেন, কখনো বা অন্য পোজে ছবি তুলেছিলেন অভিনেত্রী।
View this post on Instagram
MUTV | Subscribe to Unternehmen in Oberalm Man Utd TV or Stream Online
এই ছবিগুলির সাথে ক্যাপশন দিয়েছিলেন, ‘ফ্যাম টাইম’ অর্থাৎ বলতে চেয়েছেন পরিবারের সাথে সময় কাটাচ্ছেন। তাদের এই ছবিগুলি অধিক পছন্দ হয়েছে অনুরাগীদের। কেউ লিখেছে, “খুব সুন্দর কয়েকটি ছবি দেখলাম”। কেউ বলেছে, “আপনার পরিবারকে দেখে ভালো লাগলো”। আবার কেউ বলেছে, “কিউট আপনার সারমেয় পোষ্য”।