×
বিনোদন

ইন্দ্রাণীর জায়গায় অপরাজিতা! রিয়্যালিটি শো-এর শুরুতেই বাদ সঞ্চালিকা, দিশেহারা চ্যানেল কর্তৃপক্ষ

Advertisements
Advertisements

শুরুতেই ছন্দপতন! সম্প্রতি জি বাংলাতে শুরু হয়েছে নতুন এক রিয়্যালিটি শো ‘ঘরে ঘরে জি বাংলা’ (Ghore Ghore Zee Bangla)। কিছুটা রোজগেরে গিন্নির অনুকরণে এই শো। শুরুতেই দর্শকদের কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে এই অনুষ্ঠান। তবে দর্শকদের কাছে জনপ্রিয়তা পেলেও টলি পাড়ার অন্দরমহল বলছে অন্য কথা।

Advertisements

প্রথম থেকে এই শোয়ের সঞ্চালকের ভূমিকায় দেখা গিয়েছিল অভিনেত্রী ‘ইন্দ্রানী হালদার’কে (Indrani Haldar)। কিন্তু তাঁর পর্ব যে নয়েই নতি স্বীকার করলো! বর্তমানে ‘অপরাজিতা আঢ্য’কে (Aoarajita Adhya) দিয়ে এই অনুষ্ঠান সম্প্রচার করা হচ্ছে।

কিন্তু কারণটা কি! যদিও চ্যানেল কর্তৃপক্ষ সরাসরি কিছু জানাননি। তবে টলি পাড়ায় কান পাতলে শোনা যাচ্ছে অন্য গল্প। জানা গিয়েছে, অভিনেত্রী ‘ইন্দ্রানী হালদার’ (Indrani Haldar) নাকি প্রোডাকশনের সাথে কোনো ভাবেই সহযোগিতা করেননি। ঠিক সেই কারণেই তাঁকে বাদ দেওয়া হয়েছে এই রিয়্যালিটি শো থেকে। ‘ইন্দ্রানী হালদার’ (Indrani Haldar) বরাবরই দর্শকদের মন জয় করেছেন তাঁর অভিনয় দক্ষতা দিয়ে, সে কথা নতুন করে বলার প্রয়োজন পড়ে না। বড়ো পর্দার সাথে ছোট পর্দাতেও তিনি সমান পারদর্শী। জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক গোয়েন্দা গিন্নির দৌলতে তিনি আবারও পৌঁছে গিয়েছিলেন মানুষের ঘরে ঘরে।

তাই চ্যানেল কর্তৃপক্ষ ভেবেছিল তাঁকে দিয়ে যদি কোনো রিয়্যালিটি শো করানো যায় তাহলে ভালোই হয়। কিন্তু সব আশায় জল ঢেলেছেন অভিনেত্রী। তাই খানিকটা বাধ্য হয়েই ইন্দ্রানী হালদারের বদলে অপাকে সামনে রেখে শো পরিচালনা করছে চ্যানেল কর্তৃপক্ষ।

Advertisements