‘এজ ইজ জাস্ট এ নাম্বার’, ৪৪ বছর বয়সেও নিজের জন্মদিনে তুমুল নাচলেন অপরাজিতা আঢ্য, ভাইরাল ভিডিও

‘এজ ইজ জাস্ট এ নাম্বার’ এই কথাটি ফের প্রমান করে দিলেন টলিউডের জনপ্রিয় প্রতিভাবান অভিনেত্রী অপরাজিতা আঢ্য। তার মন এখনও বাচ্চার মতো। এখনও সবসময় তার মুখে হাসি লেগেই থাকে। গত ২২ শে ফেব্রুয়ারি ৪৪ এ পা দিলেন অভিনেত্রী অপরাজিতা আঢ্য। আর ঠিক তার আগের দিন রাতে কলকাতার এক পাঁচতারা হোটেলে তাঁর বার্থডে পার্টির আয়োজন করা হয়েছিল।
এদিনের পার্টিতে তিনি একেবারে অন্যলুকে ধরা দিয়েছিলেন। কালো রঙের ওয়েস্টার্ন পোশাকে খুব সহজেই নিজেকে সামাল দিয়েছিলেন অভিনেত্রী। এদিনের জন্মদিনের পার্টিতে ‘ধিমি ধিমি’ গানে নেচে সকলকে তাক লাগিয়ে দিলেন অভিনেত্রী। আর সেই ভিডিও এখন তুমুল ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।
View this post on Instagram
অভিনেত্রী জানিয়েছেন, “৪৩ বছর বয়সেও ২৩ এর মতোই হো হো করে হাসতে পারেন তিনি”। এদিনের পার্টিতে তাকে স্বামীকে পাশে নিয়ে কেক কাটতে দেখা গিয়েছে। এছাড়া স্বামীর সাথে শ্যাম্পেন উড়িয়ে বার্থডে সেলিব্রেট করেছেন তিনি। আর এইসমস্ত ছবি তিনি তার ইন্সটাগ্রাম প্রোফাইলে শেয়ার করেছেন। অনুরাগীরা তাকে অনেক শুভেচ্ছা জানিয়েছেন। আবার পার্টির পর জন্মদিনের দিন পাত পেরে বসে পঞ্চব্যঞ্জনে খেয়েছেন অভিনেত্রী।
View this post on Instagram
সেদিন পরনে শাড়ি, কপালে টিপ, সিঁথিতে সিঁদুর ও হালকা গয়নায় সেজেছেন অভিনেত্রী। আর পরিবারের সাথে নিজের জন্মদিন কাটিয়েছিলেন তিনি।
View this post on Instagram
View this post on Instagram