দুধ সাদা আউটফিটে অনুষ্কা, খালি গায়ে স্ত্রী সাথে সমুদ্র সৈকতে অন্তরঙ্গ মুহূর্ত কাটালেন বিরাট

খেলার জগতের সাথে বিনোদন জগতের বন্ধুত্ব বা অন্তরঙ্গ নতুন কিছু নয়। বরাবরই সামনে আসে তাঁদের নানা কির্তির ছবি। অনেক সময়ই সামনে আসে তাঁদের প্রেমের ছবি। সেই প্রেম অনেক সময়ই দেশের মধ্যে সীমাবদ্ধ থাকে না, দেশের বাইরেও ছড়িয়ে পড়ে। ভারতের ইতিহাসেও এই রকম ঘটনা নতুন কিছু নয়।
বর্তমান সময়ের জলজ্যান্ত প্রমাণ রয়েছে যেমন ‘বিরাট কোহলি’ (Virat Koholi) আর ‘অনুষ্কা শর্মা’ (Anushka Sharma)। দীর্ঘদিনের প্রেম পর্ব সেরে তাঁরা বর্তমানে বিবাহিত।
নিজেদের প্রতি মুহূর্তের নানান ঘটনা তাঁদের ভক্তদের মধ্যে শেয়ার করেন দুজনেই। তার মধ্যে থাকে নানা রকম খুনসুঁটি। সম্প্রতি চলছে শ্রীলংকা সিরিজ, তার মাঝেই একটু খানি নিজের পরিবারের জন্য সময় বের করে নিয়েছেন ভারতীয় ক্রিকেট তারকা।
সম্প্রতি একটি সোশ্যাল মিডিয়া পোস্ট প্রকাশ্যে এসেছে। যেখানে দেখা গিয়েছে সমুদ্র সৈকতে খালি গায়ে হাতে জুসের গ্লাস নিয়ে বসে আছেন ক্রিকেট তারকা। আর পাশেই রয়েছেন অভিনেত্রী অনুষ্কা শর্মা। সাদা পোশাকে সমুদ্রের পাশে তাঁকে কোনো রূপকথার রাজকন্যার
থেকে কম কিছু মনে হচ্ছে না।
View this post on Instagram
তবে সেই সাথে দেখা গিয়েছে ছোট্ট ভামিকাকেও। কিন্তু তাঁর মুখ এখানেও দেখা যায়নি। বর্তমানে সেলেব কিডদের মুখ না দেখানো একটা ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে। বেশিরভাগ সেলেবরাই সেই পথেই হাঁটছে, তার থেকে নিজেদের ভাবমূর্তি পরিবর্তন করেননি এই দুই তারকা।