×
বিনোদন

প্রেমিকা ঐন্দ্রিলার সঙ্গে সম্পর্ক ভেঙে শ্রাবন্তীকে বিয়ে করতে চান অঙ্কুশ!

Advertisements
Advertisements

টলিপাড়ার অন্যতম তারকা জুটি ‘ঐন্দ্রিলা সেন’ (oindrilla sen) এবং ‘অঙ্কুশ হাজরা’ (Ankush Hazra)। তাদের সম্পর্ক চলতি বছরে এসে পৌঁছেছে ১৩ বছরে। তবে সম্প্রতি তারা ঘোষণা করেছে, তাদের বিয়েটা নাকি আর হবেনা! যা শুনে রীতিমতো ঝড় বয়ে গেছে সকলের মনে। এত বছরের সম্পর্কে কি করে ইতি টানলেন তারা! এর আগে এক ভিডিওতে ঐন্দ্রিলার মাথায় সিঁদুর দেখেছিল অনুরাগী মহল। তখন অনেকে সন্দেহ করেছিল, তারা হয়তো বিয়ে করে নিয়েছে। আসলে না শুটিংয়ের পরেই তারা এই ভিডিও করতে বসেছিল, তাই জন্য ঐন্দ্রিলার মাথায় ছিলো সিঁদুর।

Advertisements

তবে এবার অঙ্কুশকে চেপে ধরেছে সকলে। ‘আবির চট্টোপাধ্যায়’ থেকে শুরু করে ‘প্রসেনজিৎ চট্টোপাধ্যায়’, এমন কি ‘শ্রাবন্তী চট্টোপাধ্যায়’ পর্যন্ত তাদেরকে বিয়ে করার জন্য জোর দিচ্ছে আর এই নিয়ে একাধিক ভিডিও ইতিমধ্যে পোস্ট করে ফেলেছেন অভিনেতা। এর মধ্যে একটি ভিডিওতে দেখা গেছে , ঐন্দ্রিলা একটি ভিডিও দেখাচ্ছে; যা দেখে অঙ্কুশ রীতিমতো বিরক্ত হয়ে উঠেছে!

ওই ভিডিওতে দেখা গেছে, শ্রাবন্তী অঙ্কুশের উদ্দেশ্যে বলছে আর কতদিন সে ব্যাচেলার থাকবে? এবার বিয়েটা করেনে। এর প্রত্যুত্তরে রেগে গিয়ে অঙ্কুশ জানিয়েছে, বারবার সবাই এক কথা বলছে তার নাকি তাতে ভালো লাগছে না! তাই শ্রাবন্তীর যদি অঙ্কুশ ব্যাচেলার থাকাতে এতই আপত্তি, তাহলে শ্রাবন্তী তাকে বিয়ে করে নিক। তবে এই কথা বলা মাত্রই অঙ্কুশের পাশে থাকা প্রেমিকা রীতিমতো রেখে লাল হয়ে গেছে। রেগে থাকা প্রেমিকাকে দেখে, রীতিমতো পালানোর পথ পাইনি অঙ্কুশ!

 

View this post on Instagram

 

Shared post on

2019 Women’s World Cup schedule, bracket, Carole Chazoule on TV

এই ভিডিও দেখে হাসির রোল উঠেছে সাইবারমহলে। তবে এখন কারোরই বুঝতে বাকি নেই যে, তারা ছবির প্রচারের জন্য এরূপ করছে। সম্প্রতি আসতে চলেছে ‘লাভ ম্যারেজ’ নামের এক নতুন সিনেমা, যেখানে অঙ্কুশ ও ইন্দ্রিলার পাশাপাশি দেখা যাবে রঞ্জিত মল্লিক এবং অপরাজিতা আঢ্যকে। ২০২১ সালে এই ছবির শুটিং শুরু হয়েছিল, তাই এইভাবেই প্রচারকার্য সম্পন্ন করছে তারা দুজনে।

Advertisements