×
বিনোদন

দীর্ঘদিনের সম্পর্কে বিচ্ছেদ ঘটালেন অঙ্কুশ!

Advertisements
Advertisements

টলিপাড়ায় অভিনেতা অঙ্কুশ হাজরা (Ankush Hazra) সাথে ঐন্দ্রিলা সেনের ( oindrilla sen) সম্পর্কের ব্যাপারে সকলেই বেশ খোলামেলা। তবে হঠাৎই এক পোষ্টের মাধ্যমে উত্তাল টলিপাড়া! যেখানে অঙ্কুশ জানিয়েছে বিচ্ছেদের ঘটনা। তাহলে কি প্রেমিকা ঐন্দ্রিলার সাথে দীর্ঘ সম্পর্কের বিচ্ছেদ ঘটলো? নাকি কোন নতুন সম্পর্কে জড়ালেন তিনি? হাজারো প্রশ্নের মাঝখানে মুখ খুললেন অঙ্কুশ।

Advertisements

কিছুদিন আগেই অঙ্কুশ নিজের একটি প্রযোজনা সংস্থা খুলেছে, যেখানে নিজের একটি স্বপ্নের প্রজেক্ট ‘মির্জা’র কথাও তিনি জানিয়েছিলেন। এই সিনেমাটি ‘অঙ্কুশ হাজরা মোশন পিকচার’ ও ‘নেক্সজেন ভেঞ্চার্স প্রাইভেট লিমিটেড’র একটি মিলিত প্রয়াস কিন্তু হঠাৎই অঙ্কুশ বিচ্ছেদের ডাক দেয়। তিনি জানান ওই প্রযোজনা সংস্থার সাথে তিনি আর কোন কাজ করবেন না!

অঙ্কুশের তরফ থেকে একটি বিবৃতি প্রকাশ করা হয়েছিল, যেখানে লেখা ছিল; “আমার প্রিয় দর্শকদের প্রতি আমি ঘোষণা করছি, ‘অঙ্কুশ হাজরা মোশন পিকচারস’ এবং ‘নেক্সজেন ভেঞ্জার্স প্রাইভেট লিমিটেড’ এর মধ্যে কিছু টানাপোড়েন হওয়ার কারণে তারা আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ভবিষ্যতেও কখনোই তারা আরএকসাথে কাজ করবেনা।

 

View this post on Instagram

 

Shared post on

অনেকের মনে প্রশ্ন জেগেছে, তাহলে অঙ্কুশের স্বপ্নের প্রজেক্ট মির্জার কি হবে! তাহলে কি আর বড় পর্দায় দেখা মিলবে না মির্জার? এই সিনেমার পরিচালনার কাজে ছিলেন সুমিত ও সাহিল, যারা আগে ‘মে হুঁ না’ নামক সিনেমায় অভিনয় করেছিল। তবে অঙ্কুশ আশ্বাস দিয়ে জানিয়েছে, এই সিনেমাটি ঠিক সময়ে মুক্তি পাবে একটু সময় চেয়ে নেওয়া হয়েছে দর্শকদের কাছ থেকে, কারণ সিনেমাতে কিছু পরিবর্তন থাকবে।

Advertisements