ঘরোয়া জাঁকজমকে সম্পন্ন অঙ্কিতার মেয়ের ‘মুখে ভাত’ অনুষ্ঠান, একমাত্র মেয়েকে আদরে ভরিয়ে দিলেন অভিনেত্রী

গতবছর বিভিন্ন রকমের দুঃসংবাদের পাশাপাশি অনেক সুসংবাদও এসেছে। বেশ কিছু জনপ্রিয় তারকাকে যেমন আমরা হারিয়েছি ঠিক তেমনি সেলিব্রেটির ঘরে এসেছে তাদের নতুন অতিথি। ঠিক যেমন গত বছর ৭ সেপ্টেম্বর মা হয়েছেন টেলি অভিনেত্রী অঙ্কিতা পাল মজুমদার। টলিউড পরিচালক রাজ চক্রবর্তীর ছেলের জন্মের কিছু আগেই এই অভিনেত্রীর ঘরে এসেছে ফুটফুটে কন্যা সন্তান।
আর অভিনেত্রী তার এই কন্যার নাম রেখেছেন আরুন্যা পাল। ২০১৮-র জানুয়ারি মাসে কলকাতার একটি হোটেলের সাত পাকে বাঁধা পড়ে ছিলেন অভিনেত্রী অঙ্কিতা ও তার স্বামী সৌমিত্র। সেদিন অভিনেত্রী সব্যসাচী মুখোপাধ্যায় শাড়িতে সেজেছিলেন। আর এরপরে ঠিক দেড় বছরের মাথায় তাদের কন্যা সন্তান ঘরে এসেছে। আর সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রী সবসময়ই বিভিন্ন রকমের ছবি শেয়ার করে থাকেন। মেয়ে জন্মের পর তার ছবিও শেয়ার করতে ভোলেননি তিনি।
কেককেটে মেয়ের তিন মাসের জন্মদিন পালন করেছিলেন অভিনেত্রী। আর এবার মেয়ের মুখে ভাতের অনুষ্ঠানের ছবি শেয়ার করেছেন তিনি। মামার কোলে বসে মুখে ভাতের অনুষ্ঠান সম্পন্ন হয়। বেশ জাঁকজমকের এই পুরো অনুষ্ঠান সম্পন্ন করেছেন অভিনেত্রী। এদিন মেয়ের ছবি পোস্ট করে অঙ্কিতা লিখেন, শুভ পাঁচ মাস আমার প্রিয় মেয়ে।
এদিন মেয়ের পরনে ছিল নীলচে ড্রেস, পায়ে লাল মজা, মাথায় মুকুট, আর গলায় ছিল রজনীগন্ধার মালা। এই সমস্ত ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা মাত্রই তুমুল ভাইরাল হয়ে গেছে।