Thursday, December 9, 2021

সন্তানকে বাঁচানোর বিশাল আকার কুমিরকে পদ দলিত করল মা হাতি

বংশগতির ধারা রক্ষা করবার জন্য মানুষের পাশাপাশি অন্যান্য পশু-পাখিরাও সন্তানের জন্ম দেয়। সন্তানের থেকে সুন্দর আর জগতে কিছুই হতে পারে না। তাই মা (Mother) সন্তানের (Child) জন্ম দেন আর মাতৃত্বের স্বাদ অনুভব করেন। মানুষ হোক বা পশুপাখি সবক্ষেত্রেই মা অতুলনীয়।

মা আর সন্তানের মাঝে নাড়ির টান, মা-সন্তানের সম্পর্ক‌ও তাই নিখাদ। এই পৃথিবীতে একজন মা তার সন্তানের জন্য সমস্ত কিছুই করতে পারেন। যে কোন ত্যাগ করতে পিছুপা হননা একজন মা। সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়, যেখানে দেখা যাচ্ছে যে, সন্তানকে বাচাঁনোর জন্য একজন মা কতটা হিংস্র হয়ে উঠতে পারেন।

ভাইরাল ভিডিওটিতে দেখা যাচ্ছে, বাচ্চা হাতির (Baby Elephant) জন্য ওত পেতে বসে আছে একটি কুমির (Crocodile)। তাকে তো সে পেলোই না বরং মা হাতিটি সন্তানের সুরক্ষার কথা ভেবে পায়ের নীচে পিষে ফেললো কুমিরটিকে। কুমিরের লেজ ধরে তাকে আছড়ে আছড়ে মেরে ফেললো হাতিটি, দাঁতের জোরে নয়, গায়ের জোরে এই কাজটি করেছে সে। ৪০ সেকেন্ডের এই ভিডিও দেখে হতবাক হয়ে গিয়েছেন নেটিজেনরা, স্বাভাবিকভাবেই ভিডিওটি ভাইরাল (Viral) হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায় (Social Media)।

⚡ Trending News

আরও পড়ুন