একই বাড়িতে থেকেও নাতনির মুখ দেখতে পান না অমিতাভ! আক্ষেপে চোখে জল ‘বিগ বি’র

বলিউডের সবথেকে স্বনামধন্য তারকা বর্তমানে ‘অমিতাভ বচ্চন’ (Amitabh Bacchan)। তাবড় তাবড় অভিনেতা-অভিনেত্রীরা এসে অমিতাভ বচ্চনের থেকে আশীর্বাদ নেয়, জীবনে এগোনোর জন্য। বয়স আশির কোঠায় পৌছালেও, এখনো নিজের ক্যারিয়ার থেকে একটুও সরে যাননি তিনি। ছেলে, বউয়ের পাশাপাশি বর্তমানে তার সংসারে এসেছে নতুন সদস্যা নাতনি ‘আরাধ্যা’। তবে কিছুটা কষ্টের সুরেই অভিনেতা জানিয়েছেন, একই বাড়িতে থাকা সত্ত্বেও নাতনিকে দেখতে পান না তিনি!
কারণ অন্য কিছুই নয়, আসলে তার কাজের চাপ ৮০ বছর বয়সে এসেও একই রকম। সপ্তাহে ছটা দিনই বিভিন্ন কাজের সাথে ব্যস্ত থাকেন তিনি। এছাড়া বর্তমানে তার কাজের অন্যতম কারণ হলো, ‘কউন বানেগা ক্রোরপতি’র সঞ্চালনা। পরিবারের কারো সাথেই সেরকম সময় কাটাতে পারেন না অভিনেতা, এমনকি প্রিয় নাতনির মুখটা পর্যন্ত দেখতে পান না।
কউন বনেগা ক্রোরপতির মঞ্চে সেই আক্ষেপই এবার তুলে ধরেছেন তিনি; জানিয়েছেন, তাকে প্রতিদিন সকাল সকাল বাড়ি থেকে বেরোতে হয় যখন আরাধ্যায স্কুলে থাকে। এরপর অমিতাভ যখন কাজ সেরে বাড়িতে ফেরে, তখন সে ঘুমিয়ে পড়ে। তারা খুব কম সময় পায় একসাথে কাটানোর জন্য। তবে রবিবার সবার ছুটির দিন, তাই রবিবার দুজনে মিলে ভীষণ মজা করে। আরাধ্যায় এখন বড় হয়ে যাওয়ায়, দাদু-নাতনি মিলে কম্পিউটার গেম থেকে শুরু করে ফুটবল, টেনিস সবকিছুই খেলে।
তবে অমিতাভ জানিয়েছেন, আরাধ্য মাঝে মাঝেই দাদুর উপর রেগে যায়, সেই কারণে নাতনির রাগ ভাঙাতে চকলেট নিয়ে আসেন তিনি। এছাড়া নাতনির জন্য তার তার প্রিয় গোলাপি রঙের হেয়ার ব্যান্ড থেকে শুরু করে ক্লিপ, সবকিছুই নিয়ে যান দাদু।