গোটা বচ্চন পরিবারের ওপর ঘনিয়ে এসেছে বিপদের ছায়া, নির্ঘুম রাত কাটছে ঐশ্বর্যর!

বিভিন্ন তারকাদের টিভির পর্দায় দেখার পাশাপাশি, তাদের ব্যক্তিগত জীবন নিয়েও বেশ আগ্রহ প্রকাশ করে দর্শকেরা। নানান সময়ে তারকাদের বিভিন্ন খবর উঠে আসে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। তাদের সিনেমা জগতের বিভিন্ন কাহিনীর পাশাপাশি, ব্যক্তিগত জীবনে ঘটে যাওয়া ঘটনার প্রতিও আগ্রহ দেখায় সবাই। ঠিক সেই কারণেই ,তারকাদের ব্যক্তিগত জীবন নিয়ে চর্চা হওয়াটা খুবই স্বাভাবিক হয়ে দাঁড়িয়েছে।
এবার বচ্চন পরিবারকে পরতে হলো একাধিক চর্চার মুখে; তবে সেটি বচ্চন পরিবারের পুত্রবধূ ঐশ্বর্য রাই বচ্চনের (Aiswarya Rai Bacchan) জন্য। বচ্চন পরিবারের এমনিতেই বেশ খ্যাতি রয়েছে বলিউডময় (Bollywood); ‘অমিতাভ বচ্চন’ থেকে শুরু করেই ‘অভিষেক বচ্চন’ ‘জয়া বচ্চন’ ‘ঐশ্বর্য রাই বচ্চন’ প্রত্যেকেই বেশ নামিদামি তারকাদের মধ্যেই পড়ে। এর মধ্যেই ঐশ্বর্য রাই বচ্চনের নাম খ্যাতি বচ্চন পরিবারে আসার পর, কয়েক গুণ বেরে গেছে। তবে কি এমন হলো! যার জন্য ঐশ্বর্য গোটা বচ্চন পরিবারকে কটাক্ষের মুখে ফেললেন।
জানা গেছে কিছুদিন আগেই ঐশ্বর্য রাই বচ্চনকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টর বা ইডির তরফ থেকে ডেকে পাঠানো হয়েছিল। এর কারণ হিসেবে জানা গেছে, বিদেশের মাটিতেও বেশ কিছু সম্পত্তি আছে ঐশ্বর্য রাই-এর সেটিরই তদন্ত করছে ইডি। সব মিলিয়ে বর্তমানে সোশ্যাল মিডিয়ার পাতায় নানান রকম কুরুচিকর মন্তব্যের শিকার হচ্ছেন অভিনেত্রী।