বৃহস্পতিবার মানেই টিআরপি তালিকা সামনে আসার দিন। আর এবারও সেই তালিকায় সেরার সেরা মিঠাই রানী। তবে, বছরের দ্বিতীয় সপ্তাহে এসে মোদক পরিবারের নম্বর বেশ অনেকটাই কমেছে। ১০.২ নম্বর নিয়ে প্রথম স্থানে রয়েছে মোদক পরিবার।
দ্বিতীয় স্থানে রয়েছে ‘উমা’ ধারাবাহিক। তার স্কোর ৯.৩। অভি-উমার নতুন দাম্পত্যে ভরা জীবন তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছেন দর্শকরা। তবে, বাজিমাত করলো ১০ দিন আগে পর্দায় আসা ধারাবাহিক ‘আলতা ফড়িং’। স্টার জলসার পর্দায় চলা এই ধারাবাহিক রয়েছে তৃতীয় স্থানে।
তবে, খুকু ও বিহানের ‘খুকুমণি হোম ডেলিভারী’ নেমে এসেছে চতুর্থ স্থানে। পঞ্চম স্থানে রয়েছে ‘ধুলোকনা’। চলুন তবে দেখে নেওয়া যাক এ সপ্তাহের টিআরপি তালিকা –
১.মিঠাই – ১০.২
২. উমা – ৯.৩
৩. আলতা ফড়িং – ৯.২
৪. খুকুমণি হোম ডেলিভারী – ৮.৬
৫. ধুলোকনা – ৮.২
৬. মন ফাগুন, গাঁটছড়া – ৮.১
৭. আয় তবে সহচরী – ৮ ১
৮. পিলু – ৭.৮
৯. অপরাজিতা অপু – ৭.৭
১০. যমুনা ঢাকি, সর্বজয়া – ৭.৩
তবে, টিআরপি তালিকা দেখে বোঝা যাচ্ছে যে এই সপ্তাহে জি বাংলার তুলনায় স্টার জলসার ধারাবাহিক চুটিয়ে উপভোগ করছেন দর্শকরা। তবে, একসময় প্রথম পাঁচে থাকা অপরাজিতা অপু, সর্বজয়া, যমুনা ঢাকি বেশ অনেকটাই পিছিয়ে পড়ছে টিআরপি লিস্টে।