রিলের পাশাপাশি রিয়েল লাইফেও সাপে-নেউলের সম্পর্ক ‘নিম ফুলের মধু’র দুই জা পর্ণা ও মৌমিতার

জি বাংলার এক অতি জনপ্রিয় ধারাবাহিক ‘নিম ফুলের মধু’। এই ধারাবাহিকের মুখ্য চরিত্রে অভিনয় করা ‘পল্লবী শর্মা’ (Pallavi Sharma) এবং রুবেল দাসের (Rubel Das) অভিনয় ইতিমধ্যেই দর্শকদের মন জয় করে নিয়েছে। পর্ণা-সৃজনের জুটি দর্শকদের ভালবাসা পেয়েছে বিপুল পরিমাণে। তবুও সিরিয়ালের পর্দায় বাড়ীর লোকেদের মন এখনো জয় করতে পারেনি পর্ণা।
ঠিক সেরকমই নিজের বড়ো জা মৌমিতার সাথেও তার সাপে নেউলে সম্পর্ক। মৌমিতা চায়ই না পর্ণা তাদের দত্ত বাড়ীতে আর থাকুক। এইদিকে জানা গেছে, অফস্ক্রিনেও নাকি তাদের দুই জনের সম্পর্ক বেজায় খারাপ। পর্ণার সাথে ভুলেও এক মেকআপ রুম ব্যবহার করেননা মৌমিতা ওরফে ‘মানসী সেনগুপ্ত’ (Manasi Sengupta)।
‘লিলি চক্রবর্তী’ ও পল্লবী এক রুমে মেকআপ করেন। অপরদিকে মানসী, পর্ণার অনস্ক্রিন শাশুড়ি অরিজিতা মুখোপাধ্যায়ের সাথে মেকআপ রুম শেয়ার করেন। অবশেষে পর্ণার সাথে মেকাপ রুম ভাগ না করার আসল কথা, সকলকে জানালেন মানসী।
মানসী জানায়, পল্লবীর মেকআপ রুম সব সময় গরম থাকে কারণ ও সব লাইট জ্বালিয়ে রাখে আর এসি চালায়না। ফ্যানও একে চালায়। শীতকাল চলে গেছে, তাও গোটা শুটিং ফ্লোরে চাদর নিয়ে ঘোরে। আমি ওকে বলে দিয়েছি, আমি ভাই তোর সাথে মেকাপ রুমে থাকতে পারবো না। যদিও তাদের অফস্ক্রিন সম্পর্ক বেশ ভালো।