×
বিনোদন

মাঝরাতে অদ্ভুত আবদার করে বসলেন আলিয়া! স্ত্রীর ইচ্ছেপূরণ করতে ঘুম উড়ল রণবীরের

Advertisements
Advertisements

বিনোদনের গ্ল্যামারাস জগতে চোখ রাখলেই দেখা যায় কত তারকারা জুটি বেঁধেছেন। অনস্ক্রিন কত সম্পর্ক রূপান্তরিত হয়েছে অফস্ক্রিনে! এদের মধ্যেই অন্যতম হলেও ‘রণালিয়া’ অর্থাৎ ‘রণবীর কাপুর’ (Ranbir kapoor) এবং ‘আলিয়া ভাট’ (Alia Bhatt)। সম্প্রতি বিয়ে হওয়ার পরেই এক কন্যা সন্তানের জন্ম দিয়েছেন তারা। সোশ্যাল মিডিয়ার পাতায় অন্যতম চর্চার বিষয়বস্তু এই জুটি।

Advertisements

এবার আলিয়া ভাট হঠাৎ করেই মাঝরাতে এক আবদার করে বসলেন, স্বামী রণবীর কাপুরের কাছে। কিন্তু কি সেই বিষয়? কিছুদিন পরে আসতে চলেছে ‘তু ঝুটি ম্যায় মাক্কার’, এই ছবির প্রচারে রণবীর কাপুর ইতিমধ্যেই কলকাতায় এসে পৌঁছেছেন। সৌরভ গঙ্গোপাধ্যায়ের সাথে দেখাও করেন তিনি। এছাড়া ইডেনের মাঠে দাঁড়িয়ে ব্যাটও ধরতে দেখা গিয়েছিল তাকে। আবার মুম্বাইয়ে ‘গাঙ্গুবাই কাথিয়াবাড়ি’র জন্য পুরস্কৃত হন আলিয়া ভাট। তবে স্বামী সেখানে থাকতে পারেনি, তাই স্ত্রীর ইচ্ছা পূরণে কলকাতা থেকে আবারো মুম্বাই ফিরে যান রণবীর।

পুরস্কার নেওয়ার আগে স্বামীকে সেখানে আসতে বলেছিলেন মহেশ-কন্যা আর রণবীর স্ত্রীর ইচ্ছা পূরণে সেটি করে। এরপর নিজেদের সেই বিশেষ ছবি সকলের সাথে ভাগ করে নেন অভিনেত্রী। ছবির ক্যাপশনে লেখেন, “আমি ঠিক কতটা কৃতজ্ঞ সেটা জানানোর ভাষা নেই। আমাকে সম্মান দেবার জন্য কৃতজ্ঞ। বিশেষ ধন্যবাদ আমার স্বামীকে, যে রাত দুটোয় ধৈর্য ধরে এই ছবিটি তুলেছে”।

 

View this post on Instagram

 

Shared post on

The coffee csuhaj ildikó életrajz announced it will be selling a “brewed refill tumbler” the owner free coffee or tea refills through the month of January.

এইসবের পাশাপাশি তাদের একমাত্র কন্যা রাহার সাথে সময় সময় কাটান এই তারকা জুটি। রাণবীর কাপুর জানান, রাহা নাকি এখন হাসতে শিখেছে। তাই তারা কেউই তার শৈশবটা উপভোগ করা থেকে বঞ্চিত থাকতে চান না।

Advertisements