×
বিনোদন

একরত্তি শিশুকন্যাকে স্তন্যপান করাচ্ছেন আলিয়া! নেটদুনিয়ায় তুমুল ভাইরাল ছবি

Advertisements
Advertisements

বর্তমানে বলিপাড়ার অন্যতম চর্চিত তারকা দম্পতি ‘আলিয়া ভাট’ (Alia Bhatt) এবং ‘রণবীর কাপুর’ (Ranbir kapoor)। চলতি বছরে দুজনে গাঁটছড়া বাঁধার পাশাপাশি, কয়েক মাসের মধ্যেই কন্যা সন্তানের জন্ম দিয়েছেন আলিয়া ভাট। তবে সোশ্যাল মিডিয়া থেকে সন্তানকে কিছুটা দূরেই রেখেছেন তারা। হামেশাই ‘রাহা’র বিভিন্ন ছবি ফেক ছবি সাইবারবাসীরা ছড়িয়ে দিচ্ছে নেটদুনিয়ার পাতায়। কখনো দেখা যাচ্ছে রনবীর কাপুরের কোলে রয়েছে ছোট্ট মেয়েকে, আবার কখনো বা আলিয়ার বেডে শুয়ে রয়েছে তার মেয়ে। বলা বাহুল্য ছবিগুলি দেখেই বোঝা গেছে সেগুলি সুপার ইম্পোজের ফলাফল।

Advertisements

সম্প্রতি আলিয়া ও রাহার এক ছবি, ব্যাপক ভাইরাল (viral) হলো সোশ্যাল মিডিয়ার পাতায়। যেখানে দেখা গেছে, রাহাকে স্তন্যপান করাচ্ছে আলিয়া ভাট। ভাইরাল হওয়া ছবিতে আলিয়াকে দেখা গেছে লাল বেনারসি পরে হাসিমুখে এবং তার কোলে রয়েছে একটি লাল জামা পরা ছোট বাচ্চা। ছবিটি সোশ্যাল মিডিয়া জুড়ে ব্যাপক ভাইরাল হলেও, সাইবারবাসীরা বুঝতে পেরেছে সেটি ফেক!

নভেম্বরের শুরুর দিকে এইচএন রিলায়েন্স ফাউন্ডেশনে জন্ম হয়, আলিয়া এবং রণবীরের সন্তান রাহার। জন্মের কিছুদিন পরেই তারকা দম্পতি তাদের সন্তানকে নিয়ে তাদের ‘কৃষ্ণ রাজ’ বাংলোয়। ফিরে আসার সময়ে রণবীর কাপুরের মা থেকে শুরু করে আলিয়া ভাটের বাবা প্রত্যেকেই নানান মন্তব্য রেখেছিল, তাদের একরত্তি নাতনিকে নিয়ে। বর্তমানে তাদের সেই বিলাসবহুল আটতলার বাড়িতে রাহার দিনযাপন কেমন চলছে, সে বিষয় অবশ্য কেউই প্রকাশ্যে আনেনি।

 

View this post on Instagram

 

Shared post on

শুধুমাত্র রাহার নামটুকুই জানা গেছে এখনো পর্যন্ত। যদিও বিয়ের আগেই আলিয়া ভাটের অন্তঃসত্তা হয়ে যাওয়ার কাহিনীও সকলেরই অজানা ছিল।

Advertisements