কাজলকে ভুলে নতুন প্রেমে মজেছেন অজয়, কে এই নতুন প্রেম!

হিন্দি চলচ্চিত্র জগতের দম্পতিদের মধ্যে অন্যতম জনপ্রিয় ‘অজয় দেবগন’ (Ajay Devgan) এবং ‘কাজল’ (Kajal Devgan)। তাঁদের বৈবাহিক সম্পর্কের মিষ্টি মধুর টানাপোড়েন সকলেরই জানা। দীর্ঘ কয়েক দশক ধরে তাঁরা সুখী নিজেদের সম্পর্ক নিয়ে। বলিউডের অন্যান্য দম্পতিদের থেকে একেবারেই আলাদা এই জুটি। তাঁদের কোনোদিনই সেই রকম ভাবে কোনো গসিপ নিজেদের ভাবমূর্তি নষ্ট করতে দেখা যায় না।
সিনেমার পর্দা ছাড়া আর সেই ভাবে ক্যামেরার সামনেও আসে না এই জুটি। তবে শুধু জুটি বললে ভুল হবে, বাবা মায়ের মত একই নিয়ম মেনে চলে তাঁদের সন্তানরাও। তাঁদের অভিনয় নিয়ে নতুন করে বলার কিছু নেই। নব্বইয়ের শুরু থেকেই মানুষের মন জয় করেছেন তাঁরা দুজনে। সেই সাথে নিজেদের ব্যক্তিগত জীবনেও সুখী দুজনে।
তবে গতকাল ‘ভ্যালেন্টাইন্স ডে’ (Valentines Day)উপলক্ষে একটি পোস্ট করেছেন অভিনেতা। আর যা দেখে অনেকেই মনে করছেন তাঁদের দাম্পত্য জীবনে হয়তো ফাটল ধরেছে। অজয় দেবগন তাঁর পোস্টে ভালোবাসার কথা প্রকাশ করেছেন অন্য একজনের প্রতি আর যা দেশে রীতিমতো স্তম্ভিত নেটিজেনরা। কিন্তু কার জন্য এই বয়সে আবার নতুন করে প্রেমে পড়লেন অভিনেতা।
View this post on Instagram
2019 Women’s World Cup schedule, bracket, Carole Chazoule on TV
ঘাবড়ানোর কিছু নেই! তিনি সম্প্রতি পরিচালকের কাজেও হাত লাগিয়েছেন। আর সে কাজ করতে গিয়েই তাঁকে দেখা গিয়েছে ক্যামেরা হাতে। যে ক্যামেরা তাঁকে উচ্চতার শিখরে পৌঁছে দিয়েছে। ঠিক সেই কারণেই অভিনেতা এই দিনে ক্যামেরাকে ভালোবাসা জানিয়েছেন।