ঐশ্বর্যর সাথে প্রেমের সম্পর্কে জড়িয়েই নষ্ট হয়ে গেছে গোটা কেরিয়ার! বহুবছর পর অবশেষে মুখ খুললেন বিবেক ওবেরয়

বলিউডে ঐশ্বর্য রাই বচ্চনের (Aiswariya Rai Bacchan)) সাথে বিবেক ওবেরয়ের (Vivek Oberoi) প্রেমের সম্পর্কের কাহিনী সকলেরই জানা। এক সময়ে ঐশ্বর্য রাইয়ের জন্য মাঝে মাঝেই লাইমলাইটে আসতেন বিবেক ওবেরয়, এতটা হয়তো নিজের ক্যারিয়ার জন্যও তিনি দর্শকদের কাছে চেনা হয়ে ওঠেননি। এছাড়া তার সাথে সালমান খানের ঝগড়া নিয়েও অনেকবার চর্চার কেন্দ্রবিন্দুতে এসেছেন অভিনেতা।
২০০৩ সালে ঐশ্বর্যের সাথে বিবেকের সম্পর্কের বিচ্ছেদ ঘটে। এরপর ঐশ্বর্যের প্রাক্তন প্রেমিক ‘সালমান খান’ (salman khan) তাকে ফোন করে হুমকি পর্যন্ত দিয়েছিল। সেখানেই বিবেকের ক্যারিয়ারে ছেদ পরে, অভিনয়ের কেরিয়ার জীবন পুরোপুরি নষ্ট হয়ে যায় তার। পরবর্তীকালে অবশ্য কর্নাটকের মন্ত্রী জীবরাজ আলভার মেয়ে প্রিয়াঙ্কা আলভারকে বিয়ে করেছিলেন তিনি। বর্তমানে দুই কন্যা সন্তান নিয়ে তাদের সুখের সংসার চলে যাচ্ছে ভালই।
ওইদিকে ঐশ্বর্যের প্রতিপত্তি বেড়েছে আগের থেকে অনেক গুণ বেশি কারণ বচ্চন পরিবারের পুত্রবধূ হয়েছেন তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে বিবেক ওবেরয়কে আবার তার পুরনো সম্পর্কের কথা মনে করিয়ে দিয়ে জিজ্ঞাসা করা হয় যে; কেন ঐশ্বর্যের কথা প্রকাশ্যে আনেন না তিনি? এই কথার প্রসঙ্গে হাসিমুখে বিবেক উত্তর জানিয়েছেন, “এটি আমার অতীত, তাই এটা নিয়ে আমি আর মুখ খুলব না। তবে তরুণ প্রজন্মদের একটাই কথা বলতে চাই যে, নিজের পেশাদারিত্বের উপর কেউ যেন আক্রমণ করতে না পারে”।
এছাড়া ঐশ্বর্যের প্রসঙ্গে আরো বেশ কিছু কথা উল্লেখ করে তিনি জানিয়েছেন যে, “কেউ যদি চায় তার ব্যক্তিগত জীবনে কেউ কথা না বলুক এবং আরো সংবেদনশীল হোক, তাহলে সর্বপ্রথম তার নিজের সেটি শুরু করা উচিত।“