×
বিনোদন

বিচ্ছেদের মুখে ঐশ্বর্য-অভিষেকের সম্পর্ক! জোর জল্পনা অন্দর মহলে

Advertisements
Advertisements

বলিউডের অন্যতম জনপ্রিয় তারকা দম্পতি হলো ‘অভিষেক বচ্চন’ (Abhishek Bacchan) ও ‘ঐশ্বর্য রাই বচ্চন’ (Aishwarya Rai Bacchan)। বর্তমানে তাদের একটি কন্যা সন্তানও হয়েছে যার নাম আরাধ্যা। মেয়েকে নিয়ে স্বামী-স্ত্রীর সুখের সংসার ভালোই চলছিল, তবে সম্প্রতি গুঞ্জন উঠেছে তাদের এই বিবাহের বিচ্ছেদ ঘটতে চলেছে অর্থাৎ তাদের এই বৈবাহিক জীবনে ইতি ঘটতে চলেছে তারা।

Advertisements

বলিপাড়ার অন্যতম জনপ্রিয় অভিনেত্রী ‘ঐশ্বর্য রাই বচ্চন’। ৯০ দশকে বিশ্ব সুন্দরীর খেতাব জেতার পরেই, বলিউডে পদার্পণ করেছিলেন তিনি। একসময় তার অভিনয় দেখার জন্য বসে থাকতো দর্শকেরা। একের পর এক হিট সিনেমার দ্বারা দর্শকদের মন ইতিমধ্যেই জয় করে নিয়েছেন তিনি। এর পাশাপাশি বিভিন্ন অনুষ্ঠান, ফ্যাশন শোতেও দেখা যায় তাকে।

অপরদিকে বিগ বি পুত্র ‘অভিষেক বচ্চন’ও বলিউডের জনপ্রিয় অভিনেতা। তবে স্ত্রী ঐশ্বর্যের মতন কখনোই লাইম লাইটে আসতে পারেননি তিনি। তার কারণ বারংবার বাবার সাথেই তার তুলনা টানা হয়েছে, প্রতিবারই বলা হয়েছে বাবার মতো অভিনয় করতে পারেন না তিনি। ২০০৭ সালে ঐশ্বর্য এবং অভিষেক দুজনে বিয়ে করেছিলেন।

 

View this post on Instagram

 

Shared post on

তবে এতগুলো বছর কেটে যাওয়ার পরও, তাদের সুখী দাম্পত্যে কোনরকম আঁচ আসতে দেখেনি দর্শকমহল। সম্প্রতি এক নতুন জল্পনার দ্বারা শোনা গেছে, তাদের এই দীর্ঘদিনের বৈবাহিক জীবনের এবার অবসান ঘটতে চলেছে অর্থাৎ ঐশ্বর্য এবং অভিষেক সিদ্ধান্ত নিয়েছে তারা দুজনে আলাদা থাকবে। তবে পরে জানা গিয়েছে এটা নিছকই গুজব! কিছু মানুষ অসৎ উপায়ে এইসব গুজব রটিয়ে বেড়িয়েছে চারিদিকে।

Advertisements