টেলিভিশনের বেশ জনপ্রিয় মুখ ঐন্দ্রিলা শর্মা। অভিনয় জগতের কাজকর্ম নিয়ে ব্যস্ত ছিলেন অভিনেত্রী। কিন্তু হঠাৎ জিয়ন কাঠি’র সেটে শুটিং করার সময়ই ঐন্দ্রিলা কাঁধে মারাত্মক যন্ত্রণা অনুভব করতে শুরু করেন, তারপরও তিনি সেই যন্ত্রণা নিয়ে শ্যুটিং এর কাজ শেষ করেন। কিন্তু তার ব্যাথা এতটাই বেড়ে যাওয়ায় যে , এই কারনবশত তিনি তাড়াতাড়ি বাড়ি ফিরতে বাধ্য হন। আর এরপর জানা যায়, ঐন্দ্রিলার ডানদিকের ফুসফুসে টিউমার হয়েছে। আর সেই কারণেই তিনি এই রকম মারাত্মক ব্যথা অনুভব করছিলেন।
তিনি বর্তমানে দিল্লিতে এক বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন আর সেখানেই বায়োপসি রিপোর্ট এর মাধ্যমে জানা গিয়েছে টিউমারটির আদপে তার ভিতরে বাসা বেঁধেছে ক্যান্সার। আর তাই তাই খুব তাড়াতাড়ি চিকিৎসকরা ঐন্দ্রিলার অস্ত্রোপচার করতে চলেছেন। চিকিৎসকদের মতে তাঁকে নিতে হবে হবে চারটি কেমো। ইতিমধ্যে অভিনেত্রী দুটি কেমো সম্পন্ন করেছেন। অভিনেত্রীর আগে মাথায় অনেক লম্বা ঘন কালো চুল ছিল।
কিন্তু এই চিকিৎসার কারনে,কেমোর প্রভাবে আপাতত এখন তার একটি চুল আর নেই। কিন্তু তার প্রতি তার পরিবারের ভালোবাসা একফোঁটা কমেনি আর তাই, অভিনেত্রীর এই কঠিন পরিস্থিতিতে তার বাবা ও নিজের মেয়ের মনের বল বাড়াতে নিজে ও কেটে ফেললেন নিজের মাথার সব চুল। অভিনেত্রী তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে, বাবার পাশে দাঁড়িয়ে সেই ছবি শেয়ার করে ক্যাপশানে লিখেছেন, “বাবা কখনও মুখে বলেনা ভালোবাসি, নীরবে প্রাণ দিয়ে ভালোবেসে যায়, কাল হঠাৎ সব চুল কেটে দেয়, বাবার ভালোবাসা হয়তো এইরকমই হয়।”
অভিনেত্রীর এই কঠিন পরিস্থিতিতে তার গোটা পরিবারসহ তার বিশেষ বন্ধু সব্যসাচী চৌধুরী ওরফে বামা দিল্লিতে তার পাশে রয়েছেন। কিছুদিন আগে ঐন্দ্রিলা তার জন্মদিন থেকে শুরু করে দোল সবকটি উৎসব পালন করলেন তার সব্যসাচী চৌধুরীকে নিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে। তবে এখন তাঁরা দুজনে কেউই আর নিজেদের ভালোবাসার সম্পর্কের কথা গোপন বা লুকিয়ে রাখেননি। তাই আর দিল্লিতে হাসপাতালে নিজের ভালোবাসার মানুষের মনোবল বাড়িয়ে তুলতে অভিনেত্রীর পাশে সর্বদা রয়েছেন সব্যসাচী। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ঐন্দ্রিলার আপলোড করা ছবিটি দেখে তার অনুগামীরা সকলেই খুব ইমোশনাল হয়ে পড়েছেন এবং নেট দুনিয়ার সকলেই তার প্রতি ভালোবাসা জানিয়ে তার দ্রুত আরোগ্য কামনা করেছেন।