×
বিনোদন

সারেগামাপা জিতেই শুরু বিলাসবহুল জীবনযাপন! ১৮ লক্ষের দামী গাড়ি কিনলেন গ্রামের ছেলে পদ্মপলাশ

Advertisements
Advertisements

সম্প্রতি শেষ হয়েছে ‘জি বাংলা’র (Zee Bangla) জনপ্রিয় রিয়্যালিটি শো ‘সারেগামাপা’ (Saregamapa) আর সেখানেই সেরার শিরোপা জিতে নিয়েছেন ‘লক্ষ্মীকান্তপুর’এর (Lakshmikantapur) ছেলে ‘পদ্মপলাশ হালদার’ (Padmapalash Haldar)। তাঁর গানের গলায় সর্বোপরি কীর্তনে বিভোর সারা বাংলা। প্রথম থেকেই তাঁর লক্ষ্য ছিল বাংলার এই লোকগীতি এগিয়ে নিয়ে যাওয়া আর সেটাই করেছে এই শিল্পী।

Advertisements

তবে তাঁর সেরার শিরোপা পাওয়া নিয়ে সাধারণ মানুষের বিস্তর জল্পনা কল্পনা ছিল। অনেকেই বলছেন পদ্মপলাশ গুরুজি অর্থাৎ পণ্ডিত ‘অজয় চক্রবর্তী’র (Ajay Chakraborty) ছাত্র, তাই তাঁকে প্রথম করা হয়েছে। যদিও সে বিষয়ে কোনো আলোকপাত করেননি বিজেতা।

লক্ষ্মীকান্তপুরের ছাপোষা মধ্যবিত্ত বাড়ির ছেলে পদ্ম। যদিও বাড়িতে কীর্তনের চর্চা ছোট থেকেই। ঠিক সেই কারণেই তাঁর ভালোবাসা লোকগীতির ওপরে। অনুষ্ঠানের মূল পূর্বে বাংলা এবং সংস্কৃতের মেলবন্ধনে গণেশ বন্দনা সকলকেই মোহিত করেছে। যা তাঁকে এনে দিয়েছে সেরার শিরোপা। সেই সাথে এনে দিয়েছে পুরস্কারের ঝুড়ি। যার মধ্যে রয়েছে ৮ লক্ষ টাকা, একটি গাড়ি, ফ্ল্যাট, সোনার চেন আরও অনেক কিছু।


যদিও এইসবের চেয়ে, সে যে কীর্তন বাংলার ঘরে ঘরে আবারও প্রবেশ করতে পেরেছে তাতেই খুশি শিল্পী। সম্প্রতি তাঁকে দেখা গিয়েছে একটি ব্র্যান্ড নিউ এসইউভি গাড়ির সামনে। নিজের ফেসবুক প্রোফাইল থেকেই একটি ছবি শেয়ার করেছেন তিনি। যেখানে দেখা যাচ্ছে পদ্মপলাশ ‘টয়োটা ইনোভা কৃষ্টা’র (Toyota Innova Crista) সামনে দাঁড়িয়ে। আর ছবির ক্যাপশনে লেখা রয়েছে, ‘পরিবারের নতুন সদস্যকে পাওয়ার জন্য আমরা অনেকদিন ধরে অপেক্ষা করেছি, শেষ পর্যন্ত সেই দিনটি এলো’।

Advertisements