বাবা হওয়ার পর আলিয়াকে ছেড়ে অন্য নায়িকার সাথে রোমান্সে মাতলেন রানবীর কাপুর!

বর্তমানে গোটা বলিউড জুড়ে তারকা দম্পতি ‘রণবীর কাপুর’ (Ranbir kapoor) এবং ‘আলিয়া ভাট’ (Alia Bhatt) কে নিয়ে চর্চা তুঙ্গে। তাদের লিভ ইনে থাকা নিয়ে সকলেই কমবেশি মন্তব্য করেছিল। এরপর হঠাৎ করেই চলতি বছরে পরিবারের মত অনুসারে, বিয়ে করেন এবং ৭ মাসের মধ্যেই আলিয়া ভাট কন্যা সন্তান ‘রাহা’র জন্ম দেন। বর্তমানে তাদের জীবন কাহিনী যেনো রোলার কোস্টারের মতন ঘুরছে!
বাবা হওয়ার পরে রীতিমতো আবেগ ঘন হয়ে গিয়েছিল ‘রানবীর কাপুর’! মেয়েকে কোলে নিয়ে কাঁদতে শুরু করেছিলেন। তবে আবারো নিজের জীবনের পুরোনো ছন্দে ফিরে এসেছেন তিনি। রণবীর কাপুর অভিনীত ‘সমশেরা’ বক্স অফিসে সেরকম সারা ফেলতে না পারলেও, চলতি বছরে মুক্তি পাওয়া ‘ব্রহ্মাত্র’ ব্যাপক সাড়া ফেলেছে অনুরাগীদের মনে।
‘ব্রহ্মাস্ত্র’ সিনেমার মাধ্যমে সর্বপ্রথম বলিউডের জুটি বেঁধেছিলেন রনবীর-আলিয়া। এরপরে সেটি বাস্তবে সত্যি হয়ে ওঠে! তবে বর্তমানে এক অন্য অভিনেত্রীর সাথে অনস্ক্রিন জুটি বাঁধতে দেখা গেল রণবীর কাপুরকে। সম্প্রতি মুক্তি পেয়েছে রানবীর কাপুর অভিনীত পরবর্তী সিনেমা ‘তু ঝুটি ম্যায় মক্কার’ সিনেমার টিজার। এখানে রনবীর কাপুরকে অভিনয় করতে দেখা যাবে, শ্রদ্ধা কাপুরের বিপরীতে। এছাড়া আগামী দিনে রশ্মিকা মন্দানার সাথেও ‘অ্যানিম্যাল’ সিনেমাতেও দেখা মিলবে তার।
View this post on Instagram
তবে সদ্য মুক্তি পাওয়া -তু ঝুটি ম্যায় মক্কার’-এর সিনেমার টিজার সেরকম সারা ফেলতে পারেনি দর্শকমনে। ভাইরাল হওয়া ওই ছবিটির টিজারে দেখা গেছে, গুরুগ্রামে সাইবার হাবে রনবীর কাপুর এবং শ্রদ্ধা কাপুর একে অপরের দিকে হেঁটে যাচ্ছে। এরপরে তারা একে অপরের দিকে ফ্লাইং কিসও ছুঁড়ে দিয়েছিলো কিন্তু টিজারের শেষে দেখা গেছে, শ্রদ্ধা ফ্লাইং কিসের বদলে বন্দুক দেখিয়েছে রনবীর কাপুরকে। আগামী বছর হোলির সময়ে মুক্তি পাবে এই ছবি।