নীল জলে গা ভাসিয়ে হট লুকে পোজ দিলেন অভিনেত্রী উষসী, উষ্ণতার ঝড় সোশ্যাল মিডিয়ায়

টলিপাড়ার এক জনপ্রিয় মুখ ‘উষসী রায়’ (Ushasi Ray)। বাংলা ধারাবাহিক জগতে তার অভিনয় দক্ষতা নিয়ে নতুন করে কিছুই বলার নেই! বর্তমানে অবশ্য ছোটখাটো ওয়েব সিরিজেও তার দেখা মিলছে। স্টার জলসার ‘মিলন তিথি’ ধারাবাহিকের মাধ্যমে সর্বপ্রথম অভিনয় জগতে পদার্পণ করেছিলেন তিনি। এরপর জি বাংলার ‘বকুল কথা’ ধারাবাহিক থেকে জনপ্রিয়তার চরম শিখরে পৌঁছান।
View this post on Instagram
MUTV | Subscribe to Unternehmen in Oberalm Man Utd TV or Stream Online
তবে বকুল কথা ধারাবাহিকের পর থেকে ছোটপর্দায় তাকে আর দেখা যায়নি। এরপর ওয়েব সিরিজে যোগদান করেছিলেন তিনি। সম্প্রতি হৈচৈতে ‘গভীর জলে মাছ’ নামক একটি ওয়েব সিরিজে, ‘বিশাখা’ নামের মুখ্য চরিত্রে দেখা মিলেছে তার। এই সিরিজের প্রমোশনে বর্তমানে বেশ ব্যস্ত রয়েছেন তিনি। তাই তো সোশ্যাল মিডিয়া তাকে অ্যাক্টিভ থাকতে দেখা যায় ভীষণভাবে। এছাড়া ‘আয়ুরেখা’ নামে একটি থ্রিলার ছবিতেও তাকে ভবিষ্যতে দেখা যাবে।
View this post on Instagram
MUTV | Subscribe to Unternehmen in Oberalm Man Utd TV or Stream Online
সম্প্রতি তাকে দেখা গেছে সোশ্যাল মিডিয়ার পাতায় একেবারে ভিন্ন লুকে। নীল জলে নানান পোজে ফটোশুট করেছেন তিনি। তার পরনে ছিল একটি ডিপ নেকের ব্রালেট টপ সাথে নিচে দুপাট্টা দিয়ে বানানো একটি স্কার্ট। পোশাকের এই পোশাকে তার বক্ষদেশ ছিল মুক্ত। স্বাভাবিকভাবেই উষসীকে এমন রূপে দেখে মন্তব্যের ঝড় বয়েছে!
View this post on Instagram
MUTV | Subscribe to Unternehmen in Oberalm Man Utd TV or Stream Online
হইচই-এর সোশ্যাল মিডিয়া পেজ থেকে এই ভিডিওটি আপলোড করা হয়েছিল। যাতে কেউ লিখেছে, ‘স্টানিং’ কেউ আগুনের ইমোজি দিয়েছে, কেউ বলেছে ‘সেক্সী’! ইতিমধ্যেই ৪৭ হাজার জন এই ছবিটি পছন্দ করেছে।