বেডরুমে থেকে গোপন ছবি ফাঁস করলেন অভিনেত্রী ঊষসী!

বাংলা ধারাবাহিকের এক অতি পরিচিত মুখ ‘উষসী রায়’ (Ushashi Ray)। তবে বর্তমানে শুধু ধারাবাহিক নয়, বড় পর্দাতে পদার্পণ করেছেন তিনি। অনুরাগী মহলেই সর্বদাই তার অভিনয় নিয়ে চর্চা হয়ে থাকে। জি বাংলায় ‘প্রথমা কাদম্বিনী’ সিরিয়ালের মাধ্যমে একসময় ব্যাপক জনপ্রিয়তা কুড়িয়েছিলেন তিনি।
পরিচালক রাজদীপ ঘোষের হাত ধরে, ‘আয়ুরেখা’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় পদার্পণ করেছেন উষসী। এই ছবিতে ঋত্বিক চক্রবর্তীর (Rwittik Chakraborty) সাথে তাকে অভিনয় করতে দেখা যাবে। এছাড়া ‘কমলেশ্বর মুখোপাধ্যায়’, বনি সেনগুপ্তর মতন তারকারাও রয়েছে এই ছবিটি। এটি আসলে একটি সাসপেন্স থ্রিলার, যেখানে এক তদন্তকারীর ভূমিকায় অভিনয় করবে উষসী। গত ১৫ ই নভেম্বর থেকে কলকাতাতেই শুরু হয়েছে এই ছবির শুটিং।
বেশ কয়েকটি ওয়েব সিরিজে, ঊষশীর অভিনয় দক্ষতার পরিচয় পেয়েছে দর্শক মহল। ‘সুন্দরবনের বিদ্যাসাগর’ নামক ওয়েব সিরিজে তার অভিনয় দক্ষতা ব্যাপক নজর কেড়েছিল। সেই সিরিজে ঋদ্ধি সেনের (Riddhi Sen) বিপরীতে অভিনয় করেছিলেন তিনি।
View this post on Instagram
এর পাশাপাশি সোশ্যাল মিডিয়ার পাতাতেও বেশ অ্যাক্টিভ অভিনেত্রী। প্রায়শই নিত্য নতুন লুকে সাইবারবাসীদের কাছে ধরা দেন তিনি। সম্প্রতি তার পোস্ট করা ছবিগুলিতে তাকে দেখা গেছে, একটি থ্রি কোয়াটার স্লিভের সোয়েটার ড্রেস পরতে। যার রং ছিল ব্রাউন এবং এক কাঁধ থেকে পোশাকটি বেশ কিছুটা নামানো ছিল। সাদা বিছানায় কখনো শুয়ে, কখনো আধশোয়া অবস্থায় বিভিন্ন পোজে তিনি ছবি তুলেছিলেন। এর সাথে তার মুখে ছিল হালকা মেকআপ, ঠোঁটে ন্যুড লিপস্টিক। ছবির সাথে ক্যাপশন জুড়ে ছিলেন, “ঘুমোনো, জেগে ওঠা, আবার ঘুমানো, আবার জেগে ওঠা, দারুন জীবন”! স্বাভাবিকভাবেই দর্শকদের ব্যাপক প্রশংসা কুড়িয়েছে তার এই ছবি।