Saturday, January 22, 2022

প্রিয়জন বিয়োগে ভেঙে পড়লেন অভিনেত্রী তৃণা সাহা,

নতুন বছরের প্রথম দিনেই অভিনেত্রীর দাদু মারা গিয়েছেন। দাদুর সাথে নিজের কয়েকটি ছবি সামাজিক মাধ্যমে তুলে ধরে অভিনেত্রী ক্যাপশনে লেখেন, ‘তারার দেশে আবার আমাদের দেখা হবে! তোমাকে মিস করবো বলাটাও আসলে খুব কম বলা হয়ে যাবে!’ অভিনেত্রীর দুঃখে সমব্যথী হয়েছেন অনুরাগীরাও। সকলেই অভিনেত্রী তৃণা সাহার দাদুর শান্তি কামনা করেছেন মন্তব্য বক্সে। কেউ কেউ অভিনেত্রীকে নিজের মনকে শান্ত রাখার পরামর্শ দিয়েছেন। এদিন তাঁর ছবিতে কমেন্ট করতে দেখা গিয়েছে অভিনেত্রী পার্নো মিত্রকেও (Parno Mitra)।

২০২১ এর শেষ দিনে শেষ পোষ্ট-এ অভিনেত্রী তৃণা সাহা লিখেছিলেন এই সালের সবচেয়ে শ্রেষ্ঠ উপহার নীল (Neel Bhattacharya)। প্রসঙ্গত উল্লেখ্য, গত বছরের শুরুতেই বহু পুরনো বন্ধু তথা প্রেমিকের সঙ্গে সাতপাকে আবদ্ধ হয়েছেন অভিনেত্রী তৃণা সাহা। এদিন তাঁদের বিয়েতে আমন্ত্রিত ছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও (Mamata Banerjee)।

২০২২ এর শুরুতেই অভিনেত্রীর জীবনে একের পর এক দুঃসংবাদ। শুধুমাত্র দাদু চলে যাওয়াই নয়, এরমধ্যে অভিনেত্রী তৃণা সাহা অভিনীত জনপ্রিয় ধারাবাহিক খড়কুটোর রেটিং পয়েন্ট নিম্নমুখী। অডিয়েন্স এঙ্গেজমেন্ট কমে যাওয়ায় চ্যানেল কর্তৃপক্ষের তরফ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই ধারাবাহিকের টাইম স্লট বদলে সম্প্রচার করা হবে দুপুর ২:৩০-এ। খড়কুটোর জায়গায় সম্প্রচারিত হবে নতুন আপকামিং ধারাবাহিক ‘আলতা ফড়িং’।

⚡ Trending News

আরও পড়ুন