×
বিনোদন

কালো পোশাকে উষ্ণ লুকে অভিনেত্রী শুভশ্রী, ‘হট বৌদি’ তকমা দিল সাইবারবাসীরা

Advertisements
Advertisements

টলিপাড়ার অন্যতম জনপ্রিয় অভিনেত্রী ‘শুভশ্রী গাঙ্গুলী’ (Shubhashree Ganguly)। বর্তমানে আবার তাকে দেখা যাবে বিচারকের রূপে। জি বাংলার পর্দায় আসন্ন ডান্স রিয়েলিটি শো, ‘ডান্স বাংলা ডান্স’- এ থাকবেন তিনি। এছাড়াও ওই রিয়েলিটি শোতে বিচারকের আসনে দেখা যাবে মৌনি রায় (Mouni Roy) এবং শ্রাবন্তী চট্টোপাধ্যায় (Shrabanti Chattopadhyay)কেও। সিনেমার কাজেও এখন বেশ ব্যস্ত রয়েছেন অভিনেত্রী। গতবছরই তার বেশ কয়েকটি সিনেমা বক্স অফিসে ব্যাপক সাড়া ফেলেছে।

Advertisements

চলতি আসতে চলেছে শুভশ্রী অভিনীত ওয়েব সিরিজ ‘ইন্দুবালা ভাতের হোটেল’। ইতিমধ্যেই দর্শকম মহলের সাড়া ফেলেছে এই সিরিজের টিচার। বিশেষ করে ওই সিরিজের ইন্দুবালার লুকে শুভশ্রীকে দুর্দান্তভাবে মানিয়েছে বলেই সকলে জানিয়েছে। প্রস্থেটিক মেকাপের মাধ্যমে তার যে বৃদ্ধ লুকটি তৈরি করা হয়েছিল, তা সকলেরই নজর কেড়েছে।

যদিও ঐসব ছাড়াও সোশ্যাল মিডিয়ার পাতাতে বেশ অ্যাক্টিভ অভিনেত্রী। প্রায়শই নিত্যনতুন লুকে অনুরাগীদের সামনে হাজির হন তিনি। সম্প্রতি তাকে দেখা গেছে, একেবারে হট বোল্ড লুকে। যেখানে শুভশ্রীর পরনে ছিল, একটি ডিপ নেকের কালো বডি কন ড্রেস। এই পোশাকের ওপরে একটি ফুশিয়া পিঙ্ক রংয়ের ফুল স্লিভ ব্লেজার পরেছিলেন অভিনেত্রী। পোশাকটির ডিপ নেক হওয়ার কারণে তার বক্ষ খাঁজ ছিল উন্মুক্ত। এর সাথে তার পায়ে ছিল সাদা স্নিকার্স, চুল রেখেছিলেন খোলা। মুখে ছিল হালকা মেকআপ ও হাইলাইটেড চিকবোন।

 

View this post on Instagram

 

Shared post on

ইনস্টাগ্রামের পাতায় এই ছবিগুলি তুলে ধরেছে শুভশ্রী। সাথে ক্যাপশন দিয়েছে, একটি গোলাপী হার্টের ইমোজি। অনেকেই অবশ্য তার দিকে নানান কটাক্ষের মন্তব্য ছুঁড়ে দিয়েছে। কেউ লিখেছে, তার ইংরেজিটা ভালো করে শেখা উচিত না হলে কোন স্টাইলই কাজে লাগবে না। কেউ কেউ আবার তাকে অশ্লীলভাবে লিখেছে ‘হট বৌদি’!

Advertisements