চরম ভুল ইংরেজি! সোশ্যাল মিডিয়ায় ট্রোল হলেন অভিনেত্রী শুভশ্রী!

যত দিন যাচ্ছে সকলেরই মুঠোফোনের প্রতি আসক্তি বেড়ে চলেছে। সাধারণ মানুষ থেকে শুরু করে তারকারা, সময় পেলেই চোখ রাখে মুঠোফোনের পাতায়। ইন্টারনেটের দ্বারা গোটা বিশ্ব আজ হাতের মুঠোয়, তাই যে কোন খবর পাওয়ার খুব দ্রুততম মাধ্যম হয়ে দাঁড়িয়েছে এই নেট দুনিয়া। খুব সহজেই নিজের প্রিয় তারকাদের ভালোবাসা ও শুভেচ্ছা জানানো যায় এই মুঠোফোনের থেকে কারণ তারা হামেশাই এই সোশ্যাল মিডিয়ায়, অনুরাগীদের উদ্দেশ্যে নানান বার্তা দিয়ে থাকে।
অনেক সময় অল্প-সল্প ভুলের জন্য নানান কথা শুনতে হয় তারকাদের। ঠিক সেরকমই এবার শুভশ্রী গাঙ্গুলীর (Shubhashree Ganguly) সাথেও হল। সোশ্যাল মিডিয়ায় তার দেওয়া একটি ভিডিও কে ঘিরে নানান মন্তব্য ধেয়ে এলো তার দিকে। কেউ কেউ আবার তার ক্লাসও নিয়ে নিয়েছেন ইতিমধ্যে। এমনকি বডি শেমিংও করা হয়েছে তাকে নিয়ে। তবে এই প্রথমবার নয়, এর আগেও সোশ্যাল মিডিয়াতে অনেক কিছুর জন্যই কটাক্ষের শিকার হয়েছেন অভিনেত্রীরা। কিছুদিন আগেই যখন কিংবদন্তি পেলের মৃত্যু ঘটেছিল। সেই সময় ভুল ছবি পোস্ট করেছিলেন অভিনেত্রী মধুমিতা সরকার আর সেই জন্য তাকেও নানান কথা শোনানো হয়েছিল।
সম্প্রতি হকি বিশ্বকাপের সাফল্যের জন্য ‘চাকদে ইন্ডিয়া’ করতে তৈরি হচ্ছে ‘মেন ইন ব্লু’। এবার তাই ভারতীয় পুরুষ হকি টিমকে ভার্চুয়ালি শুভেচ্ছা জানাতে, অভিনেত্রী শুভশ্রী একটি ভিডিও পোস্ট করেন আর সেই ভিডিওতে তিনি হকি বিশ্বকাপকে ইংরেজিতে ‘হকি ওয়ার্ল্ড কাপ’এর বদলে ‘হকি ওয়ার্ল্ডস কাপ’ বলে ফেলেন। এই অতি সামান্য ভুলের জন্য তাকে যে এরূপ শুনতে হবে, সেটি হয়তো কখনোই ভাবতে পারেননি তিনি।
View this post on Instagram
নানান মন্তব্য ধেয়ে এসেছে অভিনেত্রীর ওই পোষ্টের কমেন্ট বক্সে। কেউ বলেছে, “ওয়ার্ল্ডস কাপ? ভগবান! ইংরেজি বলতে না পারলে বলেন কেন এত চেষ্টার দরকার নেই তো”। কেউ লিখেছে, “প্রজেস্ট্রেরন ও টেস্টোস্টেরন একসাথে মিশে গেলে এমনটা হয়”। অনেকে আবার তার মোটা ঠোঁট নিয়েও হাসি ঠাট্টা করেছে। যদিও তার এই পোস্টে ভারতীয় হকি টিমের সদস্য ‘জশমন প্রীত সিং’ তাকে ধন্যবাদ জানিয়েছে।