×
বিনোদন

ঝলমলে পোশাকে বোল্ড শুভশ্রী, অভিনেত্রীর মারকাটারি ফিগারে ফিদা নেটদুনিয়া!

Advertisements
Advertisements

টলিপাড়ার অন্যতম জনপ্রিয় অভিনেত্রী-‘শুভশ্রী গাঙ্গুলী’ (shubhashree Ganguly)। চলতি বছরই একাধিক হিট সিনেমার মাধ্যমে জনপ্রিয়তার চরম শিখরে পৌঁছেছেন তিনি। আগামী বছরে আসতে চলেছে শুভশ্রী অভিনীত ‘ডক্টর বক্সী’। এই সিনেমাতে শুভশ্রীর বিপরীতে অভিনয় করবে পরমব্রত চট্টোপাধ্যায়। এর পাশাপাশি ‘ইন্দুবালা ভাতের হোটেল’ নামক সিরিজে, হইচইতে দেখা মিলবে অভিনেত্রীর। ইতিমধ্যেই যার প্রথম লুকের মাধ্যমে দর্শক মনে বেশ সাড়া ফেলেছেন তিনি।

Advertisements

কিছুদিন আগে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনে দেখা মিলেছিল শুভশ্রীর। রাজ চক্রবর্তীর (Raj Chakraborty) সাথে একদম ম্যাচিং করে পোশাকও পড়েছিলেন তিনি। এর পাশাপাশি স্বামী রাজকে উত্তরীয় পরিয়ে দিয়েছিলেন। এমনকি বলিউড বাদশা শাহরুখ খানের সাথে হাতও মিলিয়ে ছিলেন। সব মিলিয়ে সেই দিনটি ছিল অন্যতম তার জন্য। এইসবের পাশাপাশি নেট দুনিয়াতেও প্রায়শই বিভিন্ন আপডেট দেন তিনি। সম্প্রতি একদম বোল্ড অবতারে অভিনেত্রী ধরা দিলেন নেট দুনিয়ায়।

রবিবার শুভশ্রীর ইনস্টাগ্রাম হ্যান্ডেলে দেওয়া ফটোগুলি দর্শকদের বিশেষ পছন্দ হয়েছিল। ফটোগুলিতে শুভশ্রীর পরনে ছিল, একটি পিচ রঙের কো-অর্ড সেট, যার মধ্যে ছিল ব্লেজার, ট্রাউজার ও টপ। ব্লেজারের হাতটি থ্রি কোয়াটার করে পড়েছিলেন অভিনেত্রী। এর সাথে তার পায়ে ছিল সোনালী সিকুইনের পাম্প হিল। শুভশ্রীর গোটা পোশাক জুড়ে ছিল সিলভার রঙের সিকুয়েন্সের স্ট্রাইপ। এর পাশাপাশি হালকা মেকআপ করেছিলেন অভিনেত্রী, চোখে ছিল শিকারি আইশ্যাডো এবং ঠোঁটে পিচ রঙের লিপস্টিক।

 

View this post on Instagram

 

Shared post on

ছবিগুলি পোস্ট করার পাশাপাশি অভিনেত্রী ক্যাপশন জুড়েছেন, “আবারও ঝলমল করছে”। এর সাথে একটি সোনালী রঙের স্টার এবং লাল রঙের হার্ট ইমোজি দিয়েছেন। দর্শকদের একাংশের প্রশংসার ঝড় এসে পড়েছে ওই পোষ্টের কমেন্ট বক্সে।

Advertisements