×
বিনোদন

ফাঁকা সময় পেলেই গোপনে এই কাজটি করেন অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী!

Advertisements
Advertisements

টলিউডের (Tollywood) অন্যতম জনপ্রিয় এবং ট্যালেন্টেড অভিনেত্রী ‘শুভশ্রী গাঙ্গুলী’ (Shubhashree Ganguly)। কমার্শিয়াল সিনেমার মাধ্যমে টলিউডে পদার্পণ করেছিলেন তিনি, বর্তমানে বেশ ভিন্ন স্বাদের সিনেমার মাধ্যমে দর্শকদের মনে একাংশ জায়গা দখল করে নিয়েছেন। সুদূর বর্ধমান থেকে তার কলকাতায় এসে অভিনয় করার জার্নিটা মোটেও সহজ ছিল না! নানান চড়াই-উৎরাই পেরিয়ে সাফল্যের চরম শিখরে পৌঁছেছেন তিনি।

Advertisements

 

View this post on Instagram

 

Shared post on

দর্শকদের বরাবরই অভিনেতা-অভিনেত্রীদের ব্যক্তিগত জীবন নিয়ে কৌতুহল থেকেই থাকে। ঠিক সেরকম ভাবেই শুভশ্রীর ব্যাপারে জানতেও সকলেই বেশ আগ্রহী! বর্তমানে অভিনয় করার পাশাপাশি পরিচালক ‘রাজ চক্রবর্তী’ (Raj Chakraborty)র সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন তিনি। করোনাকালীন পরিস্থিতিতে জন্ম দিয়েছেন একমাত্র ছেলে ইউভানের। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের জীবনের কিছু গোপন কথা সকলকে জানালেন এবার অভিনেত্রী। তাকে তার ব্যক্তিগত জীবন নিয়ে তিনটি প্রশ্ন করা হয়েছিল আর সেগুলির খোলাখুলি উত্তর দিয়েছেন তিনি।

 

View this post on Instagram

 

Shared post on

এই তিনটি প্রশ্নের মধ্যেই একটি প্রশ্ন তাকে করা হয়েছিল, ফাঁকা সময় পেলে কি করেন? তিনি জানিয়েছেন, তিনি প্রচন্ড ল্যাদখোর! ফাঁকা সময় পেলেই নিজেকে আড়ালে-আবডালে রেখে দেন। এমনকি ফোন পর্যন্ত সাইলেন্ট করে দেন, কারো সাথে যোগাযোগ রাখতে চান না। নিজেই নিজের সাথে একান্তে সময় কাটান। তার স্বপ্নের গন্তব্য কোনটা? সেই ব্যাপারে জিজ্ঞেস করা হলে তিনি জানিয়েছেন, গোটা পৃথিবী যদি বিনামূল্যে ভ্রমণ করা যেত, তাহলে সব জায়গায় তিনি ঘুরে দেখতেন।

 

View this post on Instagram

 

Shared post on

তিন নম্বর প্রশ্নে অভিনেত্রীকে জিজ্ঞেস করা হয়েছিল, টাইম মেশিনের ব্যাপারে আর এই উত্তরটিতে তিনি জানিয়েছেন; “এমন একটা সময় ছিল যখন আমি চুটিয়ে কাজ করেছি, একের পর এক ছবি করেছি গান গেয়েছি, অনেক কিছু করেছি। টাইম মেশিন দিয়ে যদি পুরনো সময় ফিরে যাওয়া যেত, তাহলে আমি সেই সময়টাতেই ফিরে যেতাম”।

Advertisements