দুধ সাদা শাড়িতে লাস্যময়ী রূপে অভিনেত্রী শুভশ্রী, তুমুল ভাইরাল ছবি

টলিপাড়ার হার্টথ্রব ‘শুভশ্রী গাঙ্গুলী’ (Shubhashree Ganguly), বর্তমানে বেশ কিছুটা ভিন্ন স্বাদের ছবিতে অভিনয় করে দর্শকদের মনে খানিক জায়গা করে নিয়েছেন। এরই মাঝে পরিচালক ‘রাজ চক্রবর্তী’ (Raj Chakraborty)র সাথে ঘাটছঁড়া বেধেছেন অভিনেত্রী, যার ফলে দুজনেই একসাথে বেশ চুটিয়ে কাজ করছে। সম্প্রতি মাও হয়েছেন শুভশ্রী।
মা হওয়ার পর ওয়েট গেন করায়, একাধিক কটাক্ষের তীর এসে জমা হয়েছিল অভিনেত্রী কাছে। কিন্তু ছেলে ইউভান কে সামলানোর পাশাপাশি, জিমে গিয়ে নিজের বাড়তি মেদ ঝরিয়ে ফেলেছেন ইতিমধ্যেই। যত দিন যাচ্ছে তার সৌন্দর্য যেন আরোই বাড়তে থাকছে! কিছুদিন আগেই সোশ্যাল মিডিয়ায় এক দুধ সাদা শাড়িতে আগুন ছড়ালেন অভিনেত্রী।
View this post on Instagram
নিজের তন্বী শরীরে সাদা শিফনের শাড়ি জড়িয়ে ছিলেন রাজ ঘরনী। এর সাথে কোঁকড়া চুল এবং নুড মেকাপে আরও গ্ল্যামারাস লাগছিল তাকে। তার কোমরের পাশ থেকে, দেহের সবকটি খাঁজ স্পষ্ট লাগছিল। ব্লাউজের সামনেটি ডিপ নেক হওয়ায়, বক্ষযুগল ছিল বেশ কিছুটা উন্মুক্ত। এই ছবিগুলি ইনস্টাগ্রামে তুলে ধরা মাত্রই উষ্ণতার পারদ চড়চড় করে বেড়েছে! অনুরাগীরা হাজারো প্রশংসা করেছেন তার কমেন্ট বক্সে।