Wednesday, December 1, 2021

স্বল্প পোশাকে উন্মুক্ত নাভি, হট লুকে শ্রাবন্তীকে টেক্কা দিচ্ছে অভিনেত্রীর হবু বউমা দামিনী

হবু বৌমা আর ছেলেকে নিয়ে মালদ্বীপ উড়ে গিয়েছেন টলিউডের হার্ট থ্রব শ্রাবন্তী চট্টোপাধ্যায়। মালদ্বীপ গিয়েই একের পর এক উষ্ণ ছবি পোস্ট করে চলেছেন অভিনেত্রী হবু বৌমা ও তিনি নিজে। আর প্রতি ছবিই ভাইরাল।

সম্প্রতি দামিনী ঘোষ অর্থাৎ অভিমন্যুর প্রেমিকা বেশ কিছু বোল্ড ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন যা মুহূর্তে ভাইরাল। মালদ্বীপের সাদা বালিতে কখনো তিনি সেজে উঠেছেন হলুদ রঙের ড্রেসে তো কখনো বিকিনি টপ, হট প্যান্ট এবং খোলা চুলে পারদ ছড়াচ্ছেন।

দামিনী রয়েছেন মডেলিং জগতে। এমনিতেই তিনি বেশ চটকদার সুন্দরী, গায়ের রং তার দুধে আলতা। এমত অবস্থাতেও সান ট্যান না নিলে চলে। সূর্যের আলোয় একটু ট্যান করিয়ে নিচ্ছেন এই উঠতি মডেল। সেই ছবিই পোস্ট করে লিখেছেন, ইটস ট্যান ও ক্লক।

⚡ Trending News

আরও পড়ুন