ওয়াইনের নেশায় ডুব দিলেন অভিনেত্রী শ্রাবন্তী, ব্যাকগ্রাউন্ডে বাজছে ‘মর যাওয়াঁ’ গান

টলিপাড়ার অন্যতম চর্চিত অভিনেত্রী ‘শ্রাবন্তী চট্টোপাধ্যায়’ (Shrabanti Chattopadhyay)। তার ব্যক্তিগত জীবন নিয়ে সর্বদাই চর্চা হয়ে থাকে অনুরাগী মহলে। তিনবার বিয়ে করেছিলেন এই অভিনেত্রীর, তবে তিনটি বিয়ের একটিও টেকেনি। এরপর অভীরূপ নাগ চৌধুরীর সাথে বেশ কুঞ্জন রটেছিল সোশ্যাল মিডিয়ার পাতায়। যদিও শোনা গেছে তাদের এই সম্পর্কেও বিচ্ছেদ ঘটেছে। বর্তমানে অভিনয়ের দিকে অধিক নজর দিয়েছেন অভিনেত্রী।
অত্যাধিক মেদ বহুল চেহারা হয়ে যাওয়ার জন্য নানান কটাক্ষের শিকার হচ্ছিলেন তিনি। তাই সেই সব ভুলে মনোযোগ দিয়েছেন শরীরচর্চায়। জিমের নানান ভিডিও তিনি তুলে ধরছে সোশ্যাল মিডিয়ার পাতায়। এর পাশাপাশি অভিনয় নিয়েও বেশ ব্যস্ত রয়েছেন তিনি। চলতি বছরই বেশ কয়েকটি কাজ রয়েছে তার হাতে।
কিছুদিন আগেই মুক্তি পেয়েছে কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত ‘কাবেরীর অন্তর্ধান’, যেখানে মুখ্য চরিত্রে ছিলেন অভিনেত্রী। এর পাশাপাশি ক্রুশল আহুজার সাথে ‘ডিয়ার ডি’ সিনেমাতেও দেখা যাবে তাকে। শ্রাবন্তীর আরো একটি সিনেমা আসতে চলেছে এই বছরই, তার নাম ‘হাঙ্গামা ডট কম’। বর্তমানে অবশ্য ডান্স বাংলা ডান্সের বিচারকের আসনে রয়েছেন তিনি।
View this post on Instagram
2019 Women’s World Cup schedule, bracket, Carole Chazoule on TV
সম্প্রতি সোশ্যাল মিডিয়ার পাতায় একেবারে বোল্ড ওয়াইন লুকে ধরা দিয়েছেন শ্রাবন্তী। তার পরনে ছিল একটি ওয়াইন রং-এর শিফনের শাড়ি, যেটিকে থানও বলা যায়। এর সাথে ওয়াইন রঙের একটি ফুল স্লিপ গর্জাস ব্লাউজ পরেছিলেন তিনি। কানে ছিল সাদা ও ওয়াইন রঙের একটি স্টোন স্টাডেড ইয়ার রিং, মুখে ছিল হালকা মেকআপ। ছবিটি শেয়ার করে অভিনেত্রী ক্যাপশন জুড়েছিলেন, বেশ কয়েকটি হার্ট ইমোজি আর এর সাথে ব্যাকগ্রাউন্ডে বাজছিল ‘ফ্যাশন’ সিনেমার ‘মার যাঁওয়া’ গানটি।