‘খুঁজেছি তোকে রাত-বেরাতে’, নিজের ছবির গান গেয়ে মঞ্চ মাতালেন শ্রাবন্তী, ভাইরাল ভিডিও

টলি পাড়ার এক অতি পরিচিত অভিনেত্রী ‘শ্রাবন্তী চট্টোপাধ্যায়’ (Shrabanti Chattopadhyay)। তার অভিনয় দক্ষতা বা সৌন্দর্য কোন কিছু নিয়ে নতুন করে কিছু বলার নেই। তবুও বারংবার বিতর্কের পাতায় উঠে আসেন তিনি। তাকে নিয়ে নানান কাটাছেড়া হয়ে থাকে দর্শকমহলে।
তার অভিনয় জীবনের থেকে বেশি ব্যক্তিগত জীবন নিয়েই কৌতুহল থাকে সাইবারবাসীদের। যদিও এই সবে বিশেষ কিছু পাত্তা দেননা অভিনেত্রী, নিজের মতন করেই কাজ নিয়ে ব্যস্ত থাকেন। এর পাশাপাশি ছেলেকেও সময় দেয় সমানভাবে। তাকে দেখে হয়তো কেউই বলবে না তার বয়স ৪০-এর ঘরে!
অভিনয়ের পাশাপাশি সোশ্যাল মিডিয়ার পাতাতেও বেশ সক্রিয় অভিনেত্রী। এর সাথে দর্শকদের কাছাকাছি পৌঁছানোর জন্য বিভিন্ন মঞ্চে উপস্থিত হন তিনি। এবার এই রকমই একটি মাচা শোয়ের মঞ্চে তার দুর্দান্ত পারফরমেন্স, সকলের নজর কাড়লো।
কিছুদিন আগেই উত্তর গোপালপুরে শীতলা মাতার গ্রাম্য কমিটির একটি অনুষ্ঠানে গিয়েছিলেন অভিনেত্রী। সেখানে গিয়ে নিজের সিনেমা জোশের ‘দেখেছি তোকে রাত বেরাতে’ গানটি গান আর তুমুল ভালোবাসা পান সকলের। ফেসবুকে ‘আশীর্বাদ স্টুডিও’ নামের একটি পেজ থেকে তার সম্পূর্ণ অনুষ্ঠানটি ব্যাপক ভাইরাল হয়।