শাড়ি ছেড়ে এ কেমন পোশাক পড়লো খড়ি! অভিনেত্রীর নতুন লুক দেখে চমকে গেল ভক্তরা

টলিউডের প্রথম সারির অভিনেত্রী ‘শোলাঙ্কি রায়’ (Sholanki Roy)। ‘ ইচ্ছেনদী’ ধারাবাহিকের মাধ্যমে সর্বপ্রথম অভিনয় জীবনে পদার্পণ করেছিলেন তিনি। এরপর একের পর এক সিনেমার মাধ্যমে এই দর্শকদের মন জয় করে নিয়েছিলেন। বর্তমানে স্টার জলসার জনপ্রিয় সিরিয়াল গাঁটছড়াতে অভিনয় করছেন তিনি। তার বিপরীতে অভিনয় করতে দেখা যাচ্ছে গৌরব চট্টোপাধ্যায়কে।
View this post on Instagram
বর্তমানে অবশ্য বড় পর্দাতেও আত্মপ্রকাশ করেছেন শোলাঙ্কি। গতবছরই যিশু সেনগুপ্তর সাথে ‘বাবা বেবি ও’ সিনেমাতে দেখা গিয়েছিল তাকে। এছাড়া ‘শহরের উষ্ণতম’ দিন নামক একটি সিনেমাতেও অভিনয় চলছে সে। এখানে বিক্রম চট্টোপাধ্যায় এর সাথে তাকে অভিনয় করতে দেখা যাবে। এর পাশাপাশি বাঙালিয়ানার বেশে মন ভরিয়ে দেন তিনি সকলের। বলা বাহুল্য অনুরাগীরা শোলাঙ্কিকে এই ভাবেই ভালোবাসে।
View this post on Instagram
বর্তমানে অবশ্য সোশ্যাল মিডিয়ার পাতায় নিজেকে ওয়েস্টার্ন লুকেও নিয়ে এসেছেন তিনি। যদিও তার ফ্যান ফলোয়ার্সরা তাকে এইরূপে দেখে অভ্যস্ত নয়, তবুও এই রূপেও নজর কেড়েছেন তিনি। সম্প্রতি তার শেয়ার করা কিছু ছবিতে তাকে দেখা গেছে, একটি কালো রঙের অফ শোল্ডার পোশাকে। পোশাকটি ছিল ভেলভেটের এবং কোমরের কাজটি ছিল টাই-আপ। পোশাকের সাথে মানানসই মেকআপ করেছিলেন অভিনেত্রী সাথে ঠোঁটেছিল পিচ রংয়ের গ্লসি লিপস্টিক। কানে ছিল সাদা স্টোন স্টাডেড শ্যান্ডেলিয়র ইয়ার রিং। গলায় ছিল স্টোন স্টাডেড নেক পিস।
View this post on Instagram
ছবিগুলি সোশ্যাল মিডিয়ার শেয়ার করে অভিনেত্রী ক্যাপশন দিয়েছিলেন, কালো রঙের কয়েকটি হার্ট ইমোজি।
তার এই ছবিগুলি তুলে দিয়েছিল ফটোগ্রাফার সায়ন্তন দত্ত। নেটিজেনদের নানান মন্তব্যে ভরে উঠেছিল তার ওই ছবির কমেন্ট বক্স। প্রত্যেকেই তার এক্সপ্রেশন নিয়ে নানান সমালোচনামূলক মন্তব্য করেছে। জানা গেছে পোশাকটি সাস্যা কালেকশনের তৈরি। এছাড়া বর্তমানে অবশ্য নতুন করে প্রেমেও পড়েছেন অভিনেত্রী। অভিনেতা সোহম মজুমদারের সাথে একাকিত্বের সময় কাটাচ্ছেন। এই নিয়েও গুঞ্জন উঠেছে দর্শকমহলে।