×
বিনোদন

জীবন যেনো সিনেমার গল্প! পদে পদে বডি শেমিং-এর শিকার হতে হয়েছে অভিনেত্রী সংঘশ্রীকে

Advertisements
Advertisements

টিভির পর্দার তারকা মানেই একেবারে স্লিম-ট্রিম মারকাটারি ফিগার! তবে এর মধ্যে ব্যতিক্রমী তো থেকেই থাকে। যারা শরীর দিয়ে নয় দক্ষতা দিয়ে দর্শক মনে জায়গা করে নিয়েছে। টলিউডে এরকমই এক জনপ্রিয় মুখ হলেন সংঘশ্রী সিনহা (Sanghashri Sinha)।

Advertisements

অভিনয় জগতে এমন কিছু পরিচিত মুখ নন তিনি। তবে সর্বদাই নিজের জায়গা ধরে রেখেছেন শক্ত করে। সংঘশ্রীকে সর্বপ্রথম দেখা গিয়েছিল ‘লে ছক্কা’ সিনেমাতে। এরপর অটোগ্রাফ, আড্ডা এসব সিনেমা তেও তার অভিনয় ছিলো নজর কাড়া। এর পাশাপাশি জি বাংলার ‘কি করে বলবো তোমায়’ ধারাবাহিকেও ছিলেন তিনি।

সম্প্রতি চেহারার ছকভাঙ্গা এই অভিনেত্রী, সোশাল মিডিয়ার পাতায় ধরা দিলেন অন্য রূপে। জিমে গিয়ে রীতিমতো শরীর চর্চার ছবি তুলে ধরলেন অনুরাগীদের উদ্যেশে। ক্যাপশন জুড়েছিলেন, “আবারও পুরনো জীবন ফিরে পেতে চাই”।

 

View this post on Instagram

 

Shared post on

আসলে তিনি আবারও পুরনো দিনের মতো নাচের জগতে ফিরে যেতে চান, তাই শুরু করেছেন শরীর চর্চা। তবে তিনি জানিয়েছেন, কে কি ভাববে এই ভেবে তিনি যাত্রা শুরু করেননি, নিজে জন্য করছেন! যদিও অনেক দিন আগেই এই নতুন যাত্রা তিনি শুরু করবেন ভেবেছিলেন, নিজের গাফিলতিতেই তা হয়নি।

Advertisements