×
বিনোদন

ঘর বন্ধ করে জনপ্রিয় হিন্দি গানের তালে উদ্দাম নাচ অভিনেত্রী সন্দীপ্তার, ঝড়ের গতিতে ভাইরাল ভিডিও

Advertisements
Advertisements

টলিউড ইন্ডাস্ট্রির এক অতি জনপ্রিয় মুখ ‘সন্দীপ্তা সেন’ (sandipta sen)। দুর্গা ধারাবাহিকের হাত ধরে টলিউডে তার পদার্পণ। ২০০৯-১০ সালে টেলি সম্মান আওয়ার্ড, টেলি একাডেমী আওয়ার্ড, এ ছাড়া শ্রেষ্ঠ অভিনেত্রীর অ্যাওয়ার্ড এইসব কিছুই একাধিকবার এসেছে তার ঝুলিতে।

Advertisements

‘দুর্গা’ ধারাবাহিকের পরে, টাপুর-টুপুর, তুমি আসবে বলে, ঠাকুমার ঝুলি, আয় খুকু আয় এরকম বহু ধারাবাহেকে তার অভিনয় দক্ষতার পরিচয় পেয়েছে দর্শকেরা। বর্তমানে বড় পর্দাতেও পদার্পণ করেছেন অভিনেত্রী। দুর্গা সাজে তাকে যতটা সুন্দর লাগে, সেরকমটা হয়তো এখনো পর্যন্ত কোনো টলিউড অভিনেত্রীকে লাগেনি।

এইসবের পাশাপাশি সোশ্যাল মিডিয়ার পাতাতেও অভিনেত্রী বেশ সক্রিয়। ইনস্টাগ্রামে তার ১.২ মিলিয়ন ফলোয়ার্স রয়েছে। বিভিন্ন ফটো ভিডিও তিনি তুলে ধরেন সেখান থেকেই দর্শকদের উদ্দেশ্যে। এবারও তার একটি ভিডিও ব্যাপক ভাইরাল হল নেট দুনিয়ার পাতায়।

 

View this post on Instagram

 

Shared post on

My dear Praveen, I am greatly pleased to learn from your letter that you have been promoted as the Manager of your плюс. This had been your dream for.

যেখানে তাকে দেখা গেছে, জনপ্রিয় হিন্দি গান দেশি লুকে ঘর বন্ধ করে উদ্দাম নাচতে। তার পরনে ছিল একটি সরু স্ট্রিপের টপ সাথে কালো রঙের শর্ট। এর সাথে তার চুল উড়ছিল হাওয়ায়। ঠিক যেমন ভাবে হাত-পা নাড়িয়ে তিনি নেচেছেন, সেরকমই সুন্দর ছিল তার এক্সপ্রেশন। স্বাভাবিকভাবেই ভিডিওর কমেন্ট বক্সে অনুরাগীদের ভালোবাসায় ভরে উঠেছে।

Advertisements