প্রকাশ্য মঞ্চে গান গেয়ে তাক লাগলেন অভিনেত্রী রূকমা রায়, ভাইরাল ভিডিও

বাংলা ধারাবাহিকের এক জনপ্রিয় মুখ ‘রুকমা রায়’ (Rooqma Roy)। ইতিমধ্যেই নিজের দুর্দান্ত অভিনয় দক্ষতার দ্বারা দর্শক মনে জায়গা করে নিয়েছেন তিনি। স্টার জলসার জনপ্রিয় সিরিয়াল ‘কিরণমালা’র মাধ্যমে একসময় তুমুল জনপ্রিয়তা পেয়েছিল রুকমা। যদিও শুধু অভিনয় নয়, তার স্টাইল স্টেটমেন্ট থেকে শুরু করে সৌন্দর্যের মাধুর্য, সবকিছুতেই অনুরাগীদের ভিড় জমে যায়।
এরপরে স্টার জলসার ‘দেশের মাটি’ সিরিয়ালে, তার ‘মাম্পি’ নামক চরিত্রটি ব্যাপক জনপ্রিয়তা এনে দিয়েছিল অনুরাগী মহলে। সেই সময় রাহুল ও মাম্পির জুটি ছিল বেশ হিট। এরপরে ‘লালকুঠি’ ধারাবাহিককেও তাদের একসাথে অভিনয় করতে দেখা গিয়েছিল।
জানা গিয়েছে অভিনয়ের পাশাপাশি পড়াশোনাতেও বেশ ভালো ছিল সকলের প্রিয় রুকমা। ন্যাশনাল হাই স্কুল থেকে পাশ করার পরে, বাসন্তী দেবী কলেজে কমিউনিকেটিভ ইংলিশ নিয়ে গ্রাজুয়েশন পাশ করেন তিনি। এর পরে অভিনয়ের প্রতি ভালোবাসা থাকার দরুন, এই ক্যারিয়ারটি তিনি বেছে নিয়েছিলেন। যদিও নেগেটিভ রোলেই তাকে অধিক মানায় বলে এতদিনে জেনে গিয়েছে দর্শকেরা। এর পাশাপাশি বিভিন্ন স্টেজ শো করতেও তাকে দেখা যায়।
সম্প্রতি এরকমই এক মঞ্চে দর্শকদের সামনে ‘মেরে ডোল জুদাইয়া দে’ গানটি গাইতে শোনা গেল তাকে। অভিনয়ের পাশাপাশি তার গানের গলাও যে দুর্দান্ত সে কথাও অস্বীকার করা যায় না! ‘Jhankar studio’ নামের একটি পেজ থেকে এই ভিডিওটি আপলোড করা হয়েছিল। প্রায় ১৯ হাজার ভিউজ সংখ্যা ছাড়িয়েছে এই ভিডিওটি। সকলেই রুকমার দুর্দান্ত পারফরমেন্সের প্রশংসায় পঞ্চমুখ হয়েছে। এই দিন রুকমাকে পরতে দেখা গিয়েছিল, একটি কালো জিন্স এবং সিকুয়েন্সের টপ।