×
বিনোদন

‘জলপরী ঋতাভরী’! জলে শরীর ডুবিয়ে লাস্যময়ী রূপে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুললেন অভিনেত্রী

Advertisements
Advertisements

টলি পাড়ার অন্যতম জনপ্রিয় অভিনেত্রী ‘ঋতাভরী চক্রবর্তী’ (Ritabhari Chakraborty)। মাত্র সতেরো বছর বয়সে স্টার জলসার জনপ্রিয় সিরিয়াল ‘ওগো বধূ সুন্দরী’র মাধ্যমে অভিনয় জগতে পদার্পণ করেন তিনি। কিছুদিন আগেই তার অভিনীত ‘ব্রহ্মা জানেন গোপন কম্মটি’ অধিক সারা ফেলেছিল বক্স অফিসে। তবে এখন অভিনয় জগত থেকে বেশ কিছুটা দূরেই রয়েছেন তিনি। তবে কখনোই নিরাশ করেন না তার অনুরাগীদের। সোশ্যাল মিডিয়ার পাতাতে প্রায়শই নিত্যনতুন লুকে ধরা দেন তিনি।

Advertisements

কিছুদিন আগেই দিদির বিয়ে উপলক্ষে সোশ্যাল মিডিয়ায় নানান সমস্যার মুখে পড়েছিলেন অভিনেত্রী। অনেকেই ঋতাভরীর মতামতকে মেনে নিতে পারেনি। তাই নানান কটাক্ষের ঝড় বয়েছিলো তার দিদির বিবাহ নিয়ে। যদিও এক হাতেই সবকিছু সামলেছেন অভিনেত্রী, নিজেই জবাব দিয়েছেন সকল কুমন্তব্যের।

সবকিছু কাটিয়ে শীতের মরসুমে আবারো ফটোশুটের মেজাজে ধরা দিয়েছেন ঋতাভরী। তবে ঠান্ডা যেন তার ছবিতে মোটেই ধরা দেয়নি! কনকনে শীতে এক বুক জলে দাঁড়িয়ে, বেশ কয়েকটি ছবি ইনস্টাগ্রামের পাতায় তুলে ধরেছেন অভিনেত্রী। যেখানে তাকে দেখা গেছে, সরু ফিতের সবুজ রঙের ব্রালেট এবং সাদা রঙের শার্ট পরতে। তবে তার বক্ষভাঁজ ছিল সম্পূর্ণ উন্মুক্ত! পিছনে দেখা যাচ্ছিল সুবিস্তীর্ণ সমুদ্র আর মাথার উপরে নীল আকাশ। এই ছবিগুলিতে কখনো অভিনেত্রী নিজেই নিজের শরীর ছুঁয়েছে, কখনো বা দুহাত মিলে দাঁড়িয়েছে জলরাশির মাঝে।

 

View this post on Instagram

 

Shared post on

ছবিগুলি সোশ্যাল মিডিয়ার পাতায় তুলে ধরতেই রীতিমতো ঘুম উড়েছে তার পুরুষ ভক্তকুলের। নানান মন্তব্য ধেয়ে এসেছে ঋতাভরীর উষ্ণ শরীর নিয়ে। কেউ বলেছে, “জলের উপর ধোঁয়া উঠছে”। কেউবা জানিয়েছে, “জল থেকে উঠে আসুন ঠান্ডা লেগে যাবে”। অপর একজন বলেছে, “কে বলেছে বাইরে ঠান্ডা, আপনাকে দেখে তো গরম হয়ে গেলাম”।

Advertisements