Sunday, November 28, 2021

দুটি সন্তানের জন্ম দিলেন ‘কাল হো না হো’ খ্যাত অভিনেত্রী প্রীতি জিন্টা

বৃহস্পতিবার সক্কাল সক্কাল নিজের সকল অনুরাগীদের একেবারে চমকে দিলেন ‘কাল হো না হো’ খ্যাত অভিনেত্রী প্রীতি জিন্টা। এই দিন নিজের স্বামীর সাথে হাসিমুখে একটি সেলফি পোস্ট করে সোশ্যাল মিডিয়ায় জানালেন এক বড় সুখবর। হ্যাঁ যমজ সন্তানের মা-বাবা হয়েছেন প্রীতি ও জিন গুডএনাফ। ছেলে আর মেয়ের নাম রেখেছেন জয় আর জিয়া। অর্থাৎ একটি ছেলে ও একটি মেয়ের মা হয়েছেন এই দম্পতি। যদিও সারোগেসির মাধ্যমেই যমজ সন্তানের জন্ম দেন প্রীতি।

জিনের সাথে সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার করে ৪৬ বছরের এই অভিনেত্রী লেখেন, ‘হাই! আমি আমাদের একটা দারুণ খবর আপনাদের সাথে ভাগ করে নিতে এলাম। আমি আর জিন আনন্দে পাগল হয়ে গিয়েছি, ভালোবাসায় আমাদের হৃদয় ভরে গিয়েছে কারণ আমরা ঘরে এনেছি আমাদের দুই যমজ সন্তান জয় আর জিয়াকে। নিজেদের জীবনের এই নতুন অধ্যায় নিয়ে আমরা আনন্দিত।’ সঙ্গে নিজের সোশ্যাল মিডিয়ার পোস্টে ডাক্তার, নার্স আর সারোগেটকেও ধন্যবাদ জানিয়েছেন অভিনেত্রী প্রীতি। নিজের সোশ্যাল মিডিয়া বার্তায় #gratitude #family #তিনি এই হ্যাশট্যাগও ব্যবহার করেছেন।

২০১৬ সালের ২৯ ফেব্রুয়ারি জিনকে ভালোবেসে স
বিয়ে করেন প্রীতি। তারপর থেকে বেশিরভাগ সময় তিনি থাকেন লস অ্যাঞ্জেলসেই। এখন সেভাবে বলিউডে অভিনয় না করলেও আইপিএলে পাঞ্জাবের পাশে প্রীতিকে দেখা গিয়েছে। এইদিন নিজের দুই সন্তানের জন্মের খবর দিয়ে স্বভাবতই সকলকে চমকে দিয়েছেন প্রীতি-জিন। উল্লেখ্য, আজ তিনি প্রথমবার সন্তানের জননী হননি। মাত্র ৩৪ বছর আগে ৩৪ জন কন্যা সন্তানের মা হয়েছিলেন। হ্যাঁ ২০০৯ সালে হৃষীকেশের এক অনাথ আশ্রম থেকে ৩৪ জনকন্যাসন্তান দত্তক নিয়েছিলেন প্রীতি। নিজের ৩৪ বছরের জন্মদিনে এমন কাজ করে বহু মানুষের মন জিতে নিয়েছিলেন তিনি। তিনি এখনও পর্যন্ত সেই ৩৪ জন সন্তানের দেখভাল চালিয়ে যাচ্ছেন প্রীতি। তাঁদের সমস্ত খরচ-খরচা বহন করেন প্রীতি নিজেই। অভিনেত্রীর মা হওয়ার সুখবরে অনুগামীরা নতুন সদস্যকে ভালোবাসা জানিয়েছেন।

সারোগেসির মাধ্যমে সন্তানের জন্ম দেওয়া বলিউডে কিছু নতুন ব্যপার নয়। গতবছরই মেয়ে সমিশাকে সারোগেসির সাহায্য নিয়েছিলেন শিল্পা শেট্টি আর রাজ কুন্দ্রা। শাহরুখের ছোট ছেলে এব্রাহামের জন্ম হয় সারোগেসির মাধ্যমে। করণ জোহর, তুষার কাপুররাও বাবা হয়েছেন সারোগেসির সাহায্যে। এমনকী, সানি লিওনির যমজ সন্তানের জন্ম হয়েছে পদ্ধতিতে।

⚡ Trending News

আরও পড়ুন