রাত ১১:১১ তে ইচ্ছেপূরণের সঙ্গী হবার বাসনা জানালেন অভিনেত্রী নুসরাত!

টলিউডের প্রথম সারির অভিনেত্রী ‘নুসরাত জাহান’ (Nusrat Jahan)। খুব অল্প সময়ের মধ্যেই নিজের ক্যারিয়ারে সাফল্য অর্জন করে ফেলেছেন অভিনেত্রী। তার জিরো ফিগার এবং অসাধারণ স্টাইল স্টেটমেন্টে অনুরাগী মহলে আলাদাই জায়গা করে নিয়েছেন তিনি। প্রায়শ সোশ্যাল মিডিয়ার পাতায় নিত্যনতুন অবতারের ধরা দেন তিনি। যদিও তার ব্যক্তিগত জীবন নিয়ে সর্বদাই কাঁটাছেঁড়া হয়ে থাকে, তবুও সব দিক থেকেই নিজেকে এগিয়ে নিয়ে চলেছে সে।
কিছুদিন আগেই ধর্মগুরু গৌর গোপাল দাসের সঙ্গে নানান বিতর্কে জড়িয়ে ছিলেন তিনি। ধর্মগুরুর সাথে তার এক ছবি নিয়ে বেজায় বিতর্ক শুরু হয়েছিল দর্শক মহলে। অনেকেই তাকে কটাক্ষ করতে ছাড়েনি। তবে এই সবকিছু কাটিয়ে উঠেছেন তিনি অতি সহজেই।
সোশ্যাল মিডিয়ার পাতায় একেবারেই ভিন্ন লুকে দেখা গেছে তাকে। যদিও সব সময় বিভিন্ন অবতারে তিনি ধরা দেন সকলের কাছে। কখনো সাবেকি কখনো বা ট্র্যাডিশনাল সাজে দেখা যায় তাকে। সম্প্রতি তাকে দেখা গেছে একেবারে ওয়েস্টার্ন সাজে। সেখানে তার পরনে ছিল একটি ডেনিম জিন্স এবং একটি স্লিভলেস উলেন টপ। টপ ও জিন্স এর মাঝেই ছিল অনেকখানি ফাঁক, যার ফলে তার কোমর ছিল উন্মুক্ত। এর সাথে হাতে একটি স্মার্ট ওয়াচ পরেছিলেন তিনি। আঙ্গুলে ছিল আংটি। মুখে হালকা মেকাপের পাশাপাশি ঠোঁটে ছিল নিউড লিপস্টিক।
View this post on Instagram
তবে এই ছবির সাথে বিশেষভাবে নজর কেড়েছে অভিনেত্রী ক্যাপশন। ক্যাপশনে তিনি লিখেছিলেন, “আমি তোমার ১১:১১-এর ইচ্ছে হতে রাজি”! এর পরেই ছবিটি ব্যাপক ভাইরাল হয়ে উঠেছে। কেউ লিখেছে, “তোমার রূপের আগুনে পুড়ে যাই বারবার”। কেউ লিখেছে, “খুব সুন্দর”।