×
বিনোদন

Mimi Chakraborty: এক হাতের ফাঁক দিয়ে একি করে দেখলেন মিমি!

Advertisements
Advertisements

টলিপাড়ার অন্যতম জনপ্রিয় অভিনেত্রী ‘মিমি চক্রবর্তী’ (Mimi Chakraborty)। বয়স বাড়ার সাথে সাথে তার শরীরের যেন নানান পরিবর্তন দেখা দিচ্ছে। তবেই মহিলাদের এই রূপ শারীরিক পরিবর্তন নিয়ে নানান সময়ে নানান কটাক্ষের ঝড় বয়। এর আগে প্রিয়াঙ্কা চোপড়াও তার শারীরিক পরিবর্তনকে গ্রহণ করেছেন। এবার সেই রাস্তাই ধরলে ‘মিমি চক্রবর্তী’।

Advertisements

গতবছরে তাকে শেষবারের মতো দেখা গিয়েছিল ‘মিনি’ নামক সিনেমাতে। এছাড়া ‘খেলা যখন’ সিনেমাও মুক্তি পেয়েছিল। তবে এই দুটোর কোনটি সেরকম সফলতা অর্জন করতে পারেনি। বর্তমানে শোনা যাচ্ছে বলিউডে পদার্পণ করতে চলেছেন অভিনেত্রী। ‘শাস্ত্রী বিরুদ্ধ শাস্ত্রী’ ছবিতে দেখা মিলবে তার।

কিছুদিন আগে প্যারিস থেকে ফিরেছেন মিমি আর বাড়ি এসেই মন দিয়েছেন শরীরচর্চায়। এক ভিডিওতে তাকে দেখা গেছে, বাড়ির বারান্দায় ম্যাট পেতে যোগাসন করতে। তার পরনে ছিল একটি সবুজ স্লিভলেস টপ সাথে কালো রঙের শর্টস। একহাতে একটি কালো রঙের কেটল বেল নিয়ে নিজেকে ঝুঁকিয়ে মাটি ছুঁতে চেষ্টা করছিলেন তিনি। ব্যাকগ্রাউন্ডে একটি গানও বাজছিল। এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় দিয়ে ক্যাপশনে লিখেছিলেন, ইতিবাচকতা অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারে। এর সাথেই লিখেছিলেন, সম্পূর্ণ পারফেক্ট হওয়ার প্রয়োজন নেই। শুধুমাত্র সঠিক দিশায় নিজের মনকে এগিয়ে নিয়ে যাওয়া উচিত।

 

View this post on Instagram

 

Shared post on

MUTV | Subscribe to Unternehmen in Oberalm Man Utd TV or Stream Online

স্বাভাবিকভাবেই তার এই ভিডিও ঘিরে নানান মন্তব্য উঠে আসে। তার পরম বন্ধু নুসরাত জাহান লেখে, “বোন” এর সাথে একটি লাল রঙের হার্টের ইমোজি। তৃণা সাহা লেখে, এই ভিডিওটি যথেষ্ট মোটিভেটিং! সকলকেই পাল্টা উত্তর দেন অভিনেত্রী।

Advertisements