লাল পোশাকে লাস্যময়ী রূপে মিমি চক্রবর্তী, অভিনেত্রীর বোল্ড লুকে ঘাম ছুটেছে পুরুষ ভক্তদের

টলিউডের প্রথম সারির অভিনেত্রীদের মধ্যে অন্যতম ‘মিমি চক্রবর্তী’ (Mimi chakraborty)। অভিনয় জীবনের সাফল্যও হোক কিংবা রাজনীতিবিদ হিসেবে সাফল্য, সবেতেই এগিয়ে আছেন তিনি। নিজের কাজের পাশাপাশি, বিভিন্ন মোহময়ী রূপে প্রায়শই ধরা দেন অনুরাগীদের কাছে। শীতের মরসুমে শীতের শুরুতেই, একেবারে হট লুকে এবার তিনি ধরা দিলেন তার ফ্যান ফলোয়ার্সদের কাছে।
View this post on Instagram
টলিউডের একাধিক বড়ো পর্দার সিনেমা ছাড়াও, সর্বপ্রথম ঋতুপর্ণ ঘোষের ‘গানের ওপারে’ সিরিয়ালের মাধ্যমে আত্মপ্রকাশ ঘটেছিল মিমির। এরপরে একের পর এক হিট সিনেমা দর্শকদের উপহার দিয়েছেন তিনি। কখনো সাফল্য এসেছে তার জীবনে কখনো বা হার মেনেছেন। তবুও নিজের ক্যারিয়ার থেকে সরে দাঁড়াননি কখনো।
View this post on Instagram
চলতি বছরে মুক্তি পেয়েছিল মিমি অভিনীত শেষ ছবি ‘মিনি’। তবে সেটি দর্শকমনে সেরূপ সাড়া ফেলতে পারেনি। তবে বিভিন্ন ব্র্যান্ড এন্ডোর্সমেন্টের কাজে সর্বদাই সংবাদে শিরোনামে থাকেন অভিনেত্রী। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় লাল ওয়েস্টার্ন পোশাকে, একেবারে হট দিভার রূপে ধরা দিলেন তিনি। এর সাথে নিজেকে একদম মোহময়ী রূপে সাজিয়ে তুলেছিলেন। হট ওয়েস্টার্ন ওয়ান পিসের সাথে পড়েছিলেন কানে গোল ইয়ার রিং এবং ন্যুড রঙের লিপস্টিক।
View this post on Instagram
ছবিগুলি সোশ্যাল মিডিয়ায় তুলে ধরে অভিনেত্রী ক্যাপশন দিয়েছিলেন, “আই হিয়ার রেড ইজ ভাইব অব দ্য ইয়ার “। স্বাভাবিকভাবেই নেটিজেনদের নানান মন্তব্য এসে ভিড় করেছে ভিডিওর কমেন্ট বক্সে। কেউ তাকে বলেছে, “লালপরী” কেউবা বলেছে, “সেক্সি”। এর সাথে নুসরাত জাহান কমেন্ট বক্সে আগুনের ইমোজি জুড়েছে।