×
বিনোদন

Monami Gosh: বেডরুম থেকে নিজের এমন ছবি শেয়ার করলেন অভিনেত্রী মনামী

Advertisements
Advertisements

টলি পাড়ার সেক্সি অভিনেত্রীদের তালিকায় যার নাম সবার প্রথমে উঠে আসবে তিনি হলেন ‘মনামী ঘোষ’ (Monami Ghosh)। বয়স ৪০-এর কোঠায় পৌঁছালেও, এখনো তার সৌন্দর্য আর মার কাটারি ফিগার দেখে তাকে ১৮ বছরের যুবতী বলেই মনে হয়। মাত্র উনিশ বছর বয়সে বাংলা ধারাবাহিকের মাধ্যমে অভিনয় জীবন শুরু করেন অভিনেত্রী। বর্তমানে তার জনপ্রিয়তা শিখরে পৌঁছেছে।

Advertisements

কিছুদিন আগেই ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড শোতে পোশাক বিতর্কে জড়িয়ে ছিলেন মনামী। সম্প্রতি আবারো নিজের পোশাকের জন্য সংবাদের শিরোনামে উঠে এলেন তিনি। যেখানে তাকে দেখা গেছে কালো রঙের স্কিভলেস টপ সাথে লাল রঙের ট্রাউজার পরতে। এই ট্রাউজারের একটি পকেটে আবার ‘লাক’ কথাটি লেখা ছিল। এর সাথে পায়ে পড়েছিলেন হলুদ রঙের পাম্প স এবং গলায় ছিল কিটি লকেট।

সিল্কি চুলের সাথে তার এই পোশাক অদ্ভুতভাবে মিলিয়ে গিয়েছিল। ছবিগুলোর সাথে অভিনেত্রী ক্যাপশন দিয়েছিলেন, ‘স্ট্যাকেশন’। প্রত্যেকেই তার এই ছবি দেখে প্রশংসায় পঞ্চমুখ হয়েছে। কেউ কেউ আবার তার ট্রাউজারটি নিয়ে চরম কটাক্ষমূলক মন্তব্য করেছে।

 

View this post on Instagram

 

Shared post on

Insurance coverage provided by UnitedHealthcare Insurance dítě hvězdy or its affiliates Payer Initiated Reductions. PR. Patient Responsibility. Reason. Code.

যদিও অভিনেত্রী এই সব কিছুতেই বিশেষভাবে পাত্তা দেন না। নিজের স্টাইল স্টেটমেন্ট এবং কাজ নিয়েই ব্যস্ত থাকেন তিনি। কিছুদিনের মধ্যেই তাকে দেখা যাবে সৃজিত মুখার্জী পরিচালিত বায়োপিক পদাতিকে গীতা সেনের ভূমিকায়।

Advertisements