×
বিনোদন

থাইল্যান্ডের সমুদ্র তটে খোলামেলা পোশাকে অভিনেত্রী মনামী! ছবি দেখে ঘুম উড়ল পুরুষ ভক্তদের

Advertisements
Advertisements

বাংলা ইন্ডাস্ট্রির সবথেকে হট এবং স্টাইলিশ নায়িকাদের তালিকায় শিরোমণিতে রয়েছেন ‘মনামী ঘোষ’ (Monami Ghosh)। বর্তমান যুগের কোয়েল, নুসরাত, শ্রাবন্তী সবাইকে পিছনে ফেলে দেবে তার অ্যাটিটিউড, গ্ল্যামার এবং হটনেস! প্রায় কুড়ি বছরেরও বেশি সময় ধরে অভিনয় জগতের সাথে যুক্ত রয়েছেন তিনি। বয়স বাড়লেও তার সৌন্দর্য যেন এক ফোঁটাও কমেনি।

Advertisements

 

View this post on Instagram

 

Shared post on

MUTV | Subscribe to Unternehmen in Oberalm Man Utd TV or Stream Online

বয়স ৪০ ছুঁই ছুঁই এই অভিনেত্রীর ফিগার কিন্তু আজও মারকাটারি। যেকোনো যুবতীকে টেক্কা দেন তিনি। ধারাবাহিকের পাশাপাশি বড় পর্দাতেও যুক্ত হয়েছেন। শেষবারের মতো ‘বেলাশুরু’ সিনেমাতেই তাকে দেখা গিয়েছিল। বর্তমানে অবশ্য ছুটির আমেজে রয়েছেন অভিনেত্রী।

 

View this post on Instagram

 

Shared post on

MUTV | Subscribe to Unternehmen in Oberalm Man Utd TV or Stream Online

কিছুদিন আগেই থাইল্যান্ডের সমুদ্র তটে ছুটি কাটাতে গেছে আর সেখান থেকে নানান হট অবতারে ধরা দিয়েছেন অনুরাগীদের কাছে। সম্প্রতি তার একটি ছবি ব্যাপক ভাইরাল হয়েছে। যেখানে তাকে দেখা গেছে, বিকিনি পড়ে ক্রুজের উপর দাঁড়িয়ে পোজ দিতে। তবে বিকিনির উপরে একটি সাধারণ স্র্যাগও চাপিয়েছিলেন অভিনেত্রী আর সাথে ছিল মানানসই গয়না। হাতে একটি কোলড্রিংসের ক্যান নিয়ে একাধিক পোজ দিতে তাকে দেখা গিয়েছিল ।

 

View this post on Instagram

 

Shared post on

MUTV | Subscribe to Unternehmen in Oberalm Man Utd TV or Stream Online

এর সাথে অভিনেত্রী ক্যাপশন দিয়েছিলেন, সুন্দর সব স্বপ্নগুলো আমি তোমার কাছে আসছি! স্বাভাবিকভাবেই তার এই ছবি নিমেষেই ভাইরাল হয়ে উঠেছে। যদিও নানান বিতর্কিত মন্তব্যও এসে জমা হয়েছে তার কমেন্ট বক্সে।

Advertisements