কলকাতার বুকে প্রথম এই ভিন্ন পোশাক পড়লেন অভিনেত্রী মনামী ঘোষ, ভাইরাল ভিডিও

টেলি ধারাবাহিকের অন্যতম জনপ্রিয় চরিত্র ‘মনামী ঘোষ’ (Monami Ghosh)। মাত্র ১৯ বছর বয়সে অভিনয় জীবনে পদার্পণ করেন তিনি। এরপর একের পর এক ধারাবাহিকের মাধ্যমে দর্শকদের মন জয় করে নিয়েছে সে। যদিও বর্তমানে বড় পর্দায় চুটিয়ে কাজ করছেন তিনি। এর পাশাপাশি স্টার জলসার জনপ্রিয় রিয়েলিটি শো ডান্স ডান্স জুনিয়রের বিচারকের আসনে দেখা গিয়েছিল তাকে।
View this post on Instagram
এর পাশাপাশি সোশ্যাল মিডিয়ার পাতাতেও বেশ জনপ্রিয় অভিনেত্রী। তার স্টাইল স্টেটমেন্ট যেকোন তাবর তাবর তারকাদেরও হার মানিয়ে দেয়। সোশ্যাল মিডিয়ার পাতায় প্রায়শই তার নিত্য নতুন ছবি অনুরাগীদের মন ছুঁয়ে যায়। ৪০-এর ঘরে তার বয়স প্রবেশ করলেও, এখনো পর্যন্ত যুবতীই রয়ে গেছেন তিনি।
View this post on Instagram
বর্তমানে তাকে বলিউডের মালাইকা বলে তকমা দেওয়া হচ্ছে। প্রায়শই হট লুকে অনুরাগীদের কাছে ধরা দেন তিনি। ২০২২ সালে ফিল্মফেয়ার পুরস্কারে রেড কার্পেটের উপরে একেবারে মিরর ওয়ার্ক পোশাকে ধরা দিয়েছেন তিনি। পোশাকের সাথে প্রায় দশ মিটার লম্বা একটি ট্রেলে নিজেকে মোহময়ী রূপে ধরা দিয়েছেন তিনি। যা কলকাতার বুকে প্রথম!
View this post on Instagram
কোলকাতার জনপ্রিয় ফ্যাশন ডিজাইনার ‘দেবজ্যোতি গোস্বামী’ এটি তৈরি করেছেন। তিনিও জানিয়েছেন কলকাতায় এই প্রথম কোন সেলিব্রেটি এই ধরনের পোশাক পরলেন। সেই দিনের অনুষ্ঠানে তার এই পোশাক বিশেষ নজর কেড়েছিল সকলের। অনেকেই জাহ্নবী কাপুরের মিরর ড্রেসের সাথে মনামির এই পোশাকের তুলনা করেছেন।