অর্জুনের সন্তানের মা হতে চাইছেন মাইলাইকা! হতবাক নেটপাড়া

বলিপাড়ার অন্যতম জনপ্রিয় অভিনেত্রী মালাইকা অরোরা (Malaika Arora) । এক সময়ে হিন্দি সিনেমায় চুটিয়ে অভিনয় করলেও, দাবাং সিনেমার পর অভিনয় জীবন বেশ কিছুটা দূরে সরে গিয়েছিলেন অভিনেত্রী। বর্তমানে আবারও নিজের শোয়ের মাধ্যমে বলিউডের পদার্পণ করছেন অভিনেত্রী।
তবে মালাইকার ব্যক্তিগত জীবন নিয়ে সর্বদাই কাটাছেঁড়া হয়ে থাকে। ১৯৯৮ সালে আরবাজ খানের (Arbaaz khan) সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন অভিনেত্রী। ২০১১ সালে তাদের বিবাহ বিচ্ছেদ ঘটে। বর্তমানে তাদের একটি ছেলে রয়েছে আরহান, বছর ২১- এর আরহান এখন বিদেশে থাকে। যদিও বাবা-মা দুইজনই তাদের সন্তানের দায়িত্ব নিয়েছে।
মালাইকা বর্তমানে অন্য সম্পর্কে জড়িয়েছেন। শ্রীদেবী পুত্র অর্জুন কাপুরের (Arjun Kapoor) সাথে ভালোবাসার সম্পর্ক রয়েছে মালাইকার। যদিও তাদের বয়সেরই আকাশ-পাতাল সম্পর্ক রয়েছে। তবুও তাদের মিষ্টি-মধুর ঘনিষ্ঠ সম্পর্ক দর্শকদের নজর কাড়ে। সম্প্রতি তাদের সম্পর্কের ঘনিষ্ঠতা সামনে আনলেন অভিনেত্রী।
View this post on Instagram
অনেকেরই প্রশ্ন রয়েছে, কবে বিয়ে করছেন তার! এই নিয়ে ফারহা খানের সামনে মুখ খুলেছেন অভিনেত্রী। তিনি জানিয়েছেন, তারা তাদের জুটির মধ্য ভবিষ্যত দেখতে পেয়েছেন, এর ফলে খুব দ্রুতই ছাদনা তলায় বসতে চলেছেন তারা। তবে শুধু এটিই নয় অভিনেত্রী জানিয়েছেন, তিনি অর্জুন কাপুরের সন্তানের মা হওয়ার জন্যও তৈরী রয়েছেন। এই মন্তব্য রীতিমতো অবাক করে দিয়েছে দর্শকদের। তবে তাদের মিলন হওয়ার অপেক্ষায় রয়েছেন সকলেই।