×
বিনোদন

উন্মুক্ত পোশাকে স্পষ্ট উকি দিচ্ছে গলায় লাভ বাইট! ছবি পোস্ট করেতেই চরম কটাক্ষের মুখে মধুমিতা

Advertisements
Advertisements

টলিপাড়ার এক অন্যতম বিতর্কিত অভিনেত্রী ‘মধুমিতা সরকার’ (Madhumita Sarcar)। নেট দুনিয়ায় তাকে নিয়ে হাজারো কুমন্তব্যের ঝড় উঠলেও, নিজের ক্যারিয়ারে খুবই সফল একজন মানুষ তিনি। স্টার জলসায় (star jalsha) বোঝেনা সে বোঝেনা সিরিয়ালের মাধ্যমে অধিক জনপ্রিয়তা পেয়েছিল সকলের প্রিয় পাখি ওরফে মধুমিতা। এখন অবশ্য দক্ষিণ ভারতের সিনেমাতে জমিয়ে অভিনয় করছেন তিনি। এছাড়া অর্জুন চক্রবর্তীর সাথে বড় পর্দায় ‘লাভ আজ কাল পরশু’ সিনেমাতেও তার সাহসী অভিনয় দর্শকদের মন কেড়েছিল।

Advertisements

এসবের পাশাপাশি সোশ্যাল মিডিয়ার পাতাতেও বেশ অ্যাক্টিভ অভিনেত্রী। নিজের ফ্যান ফলোয়ার্সদের কাছে নানান রূপে ধরা দেন তিনি। এবার একেবারে নীল পোশাকে নীল পরী রূপে ধরা দিয়েছেন তিনি, যেখানে তাকে দেখা গেছে একটি খোলামেলা নীল সিকুয়েন্স গাউন পরতে। এর সাথে নারান পোজে কখনো বসে, কখনো দাঁড়িয়ে, কখনো বা অন্যদিকে তাকিয়ে ফটো তুলেছেন অভিনেত্রী।

 

View this post on Instagram

 

Shared post on

ছবিগুলি সুন্দর হলেও, দর্শকদের নজরে যেটা সব থেকে যা বেশি পড়েছে তা হলো তার বুকের কাছে থাকা লাল দাগ! চুল দিয়ে অনেক ঢাকার চেষ্টা করলেও, অভিনেত্রী সেই ঢাকটি পারেনি। এর জন্য হাজারো কটাক্ষ শুনতে হয়েছে তাকে। অনেকেই সেটিকে ‘লাভ বাইট’ বলেই মনে করেছেন।

Advertisements