×
বিনোদন

ফাঁকা ফ্লাটে এই অবস্থায় দেখা গেলো অভিনেত্রী মধুমিতা সরকারকে!

Advertisements
Advertisements

বাংলায় ইন্ডাস্ট্রির অন্যতম সফল অভিনেত্রী ‘মধুমিতা সরকার’ (Madhumita sarcar)। বাংলা ধারাবাহিকের মাধ্যমে অভিনয় জীবনে পদার্পণ করেছিলেন তিনি। ‘বোঝেনা সে বোঝেনা’ সিরিয়ালের মাধ্যমে তার জনপ্রিয়তা তুঙ্গে পৌঁছায়। বর্তমানে বড় পর্দা থেকে শুরু করে ওটিটি প্ল্যাটফর্ম সবকিছুতেই অভিনয় তিনি চালিয়ে যাচ্ছেন।

Advertisements

এর পাশাপাশি সোশ্যাল মিডিয়ার পিস বেশ অ্যাক্টিভ অভিনেত্রী। প্রায়শই নিত্যনতুন লুকে নিজেকে সাজিয়ে তোলেন অনুরাগীদের সামনে। কখনো তাকে দেখা যায় ওয়েস্টার্ন পোশাকে, কখনো বা ট্র্যাডিশনাল সাজে। সবেতেই মাত করে দেন মধুমিতা। তার রূপেরও প্রশংসায় পঞ্চমুখ অনুরাগী মহল।

বসন্তের এই আমেজে সম্প্রতি এই অভিনেত্রীকে দেখা গেছে, ফাঁকা ফ্ল্যাটে একেবারেই অন্যরকম সাজে। নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে বেশ কয়েকটি ফটো এবং ভিডিও আপলোড করেছিলেন অভিনেত্রী। যেখানে তাকে দেখা গেছে ওয়েস্টার্ন সাজে। তার পরনে ছিল একটি কালো টাইট স্লিভলেস টপ সাথে লুজ জিন্স। সাথে ছিল ম্যাচিং হিল। মুখে মানানসই মেকআপ এবং খোলা চুলে, বলা বাহুল্য নিজেকে একেবারে বোল্ড অবতারে তুলেছিলেন তিনি।

 

View this post on Instagram

 

Shared post on

The coffee csuhaj ildikó életrajz announced it will be selling a “brewed refill tumbler” the owner free coffee or tea refills through the month of January.

এই পোশাকের সাথে তার বক্ষখাঁজ ছিল বেশ কিছুটা উন্মুক্ত। ছবির সাথে কিছুই ক্যাপশন দেননি অভিনেত্রী।তবে এই ভিডিওতে বেশ সাহসী লুকেয তাকে দেখা যাচ্ছিল। ব্যাকগ্রাউন্ডে বাজছিল এটি ইংরেজি গান। অনেকেই তার প্রশংসায় পঞ্চমুখ হয়েছে এই ভিডিওর কমেন্ট বক্সে।

Advertisements