পাখি সেজে হঠাৎ আকাশে উড়ে গেলেন মধুমিতা

টলিপাড়ার অন্যতম জনপ্রিয় অভিনেত্রী ‘মধুমিতা সরকার’ (Madhumita Sarcar)। অন্যান্য যেকোনো তারকার মতোই বর্তমানে তার জনপ্রিয়তাও চরম শিখরে পৌঁছেছে। টেলি ধারাবাহিক ‘বোঝেনা সে বোঝেনা’তে পাখি চরিত্রের মাধ্যমে দর্শক মনে বিপুল জায়গা জয় করে নিয়েছিলেন তিনি। এরপর থেকে তাকে আর ফিরে তাকাতে হয়নি। ছোট পর্দা বড় পর্দা ওয়েব সিরিজ বর্তমানে সব জায়গাতেই তার অভিনয় দক্ষতার ছেয়ে রয়েছে।
কিছুদিন আগেই মধুমিতা অপরাজিতা আঢ্যর সাথে ‘চিনি’ নামক একটি সিনেমাতে অভিনয় করেছিল যা সকলকেই বেশ আনন্দ দিয়েছিল। এ ছাড়া ইন্দ্রানী হালদারের সাথে ‘কুলের আচার’ সিনেমাতেও দেখা মিলেছিল তার। তবে এইসবের পাশাপাশি মধুমিতার ব্যক্তিগত জীবন নিয়েও সকলেই বেশ আগ্রহী। সৌরভ চক্রবর্তী সাথে ২০১৯ সালে তার বিবাহ বিচ্ছেদ ঘটে, এরপরে হঠাৎ করেই ‘চিনি’ সিনেমার পর তার সহ অভিনেতা সৌরভ দাসের (Sourav Das) সাথে তার নাম জড়িয়ে গিয়েছিল। অনেকেই তখন বলেছিল সৌরভ- অনিন্দিতার সম্পর্কে চির ধরাচ্ছে মধুমিতা।
তবে অভিনেত্রী স্পষ্ট জানিয়ে দিয়েছিল যে, যেহেতু তার প্রাক্তন স্বামীর নামও সৌরভ তাই মানুষজন সেটিকে গুলিয়ে গুজব রটাচ্ছে। সৌরভ দাসের সাথে তার শুধুই পেশাদার সম্পর্ক।
অভিনয়ের পাশাপাশি মধুমিতা প্রায়শই বেরিয়ে পড়ে শোলো ট্রিপের যাত্রায়। কিছুদিন আগেই অস্ট্রেলিয়ায় ঘুরতে গিয়েছিলেন তিনি, সেখানে গিয়ে বাঞ্জি জাম্পিং করে নিজের স্বপ্নপূরণ করেন তিনি এবং সমস্ত দৃশ্যটি ক্যামেরাবন্দি করেন। তার অনুরাগীদের সাথে ভাগও করেন সেই দৃশ্য । ভিডিওটি রীতিমতো ভাইরাল হয়ে উঠেছিল সোশ্যাল মিডিয়ার পাতায়।