খোলামেলা পোশাক পরে ভিন্ন অবতারে ধরা দিলেন অভিনেত্রী কোয়েল মল্লিক

টলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী ‘কোয়েল মল্লিক’ (Koyel Mallik)। নিজ দক্ষতায় অভিনয় জগতে জায়গা করে নিয়েছেন তিনি। তবে বর্তমানে অভিনয় জগত থেকে বেশ কিছুটা দূরে সরে রয়েছেন। প্রায় দেড় বছর আগেই বড় পর্দায় শেষবারের জন্য মুক্তি পেয়েছিল কোয়েল মল্লিক অভিনীত ‘বনি’। এই ছবিতে পরমব্রতর সাথে অভিনয় করেছিলেন তিনি। তবে কমার্শিয়াল ছবি দিয়ে ক্যারিয়ার শুরু করলেও, বর্তমানে বেশ ভিন্ন স্বাদের ছবির মাধ্যমে দর্শকদের মন জয় করে নিয়েছেন তিনি।
এইসবের পাশাপাশি সোশ্যাল মিডিয়ার পাতাতেও বেশ অ্যাক্টিভ তিনি। বড় পর্দায় তার দেখা পেলেও, মুঠোফোনের পর্দায় হামেশাই তিনি ধরা দেন নানান লুকে। তবে সব সময় তার পোশাকের মধ্যে এক সভ্য-ভদ্র, মার্জিত ভাব চোখে পড়েছে সকলের আর সেই জন্য টলিউডের সব অভিনেত্রীদের থেকে একদম আলাদা ধাঁচে তৈরি তিনি। সম্প্রতি সেই অন্ধ বিশ্বাস ভেঙে দিলেন অভিনেত্রী নিজেই! ধরা দিলেন খোলামেলা পোশাকে প্রথমবারের জন্য।
সম্প্রতি ইনস্টাগ্রামের পাতায় পোস্ট করা কোয়েলের ছবিগুলিতে তাকে দেখা গেছে, একটি ব্রাউন রঙের লেদারের শর্ট ড্রেস পরতে। অফ সোল্ডার পোশাকে ছিলো গোলাপের মতো একটি বো। এর সাথে তিনি চুলে বান করেছিলেন। তার কানে ছিল সোনালী রঙের ইয়ার রিং। হালকা মেকাপের পাশাপাশি, ঠোঁটে দিয়েছিলেন ব্রাউন রঙের লিপস্টিক। ক্যাপশন জুড়ে ছিলেন, একটি চকলেট রং-এর হার্ট ইমোজি এবং অপর একটি লাল হার্টের ইমোজি।
View this post on Instagram
2019 Women’s World Cup schedule, bracket, Carole Chazoule on TV
স্বাভাবিকভাবেই তার এই ছবিতে তারকা মহলের মন্তব্যে ঝড় বয়েছে। অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত তাকে বলেছে স্টানিং! এর সাথে অভিনেত্রী ঐন্দ্রিলা সেনও তার সৌন্দর্যের প্রশংসা করেছে। সবাইকেই কোয়েল তার ভালোবাসা জানিয়েছে কমেন্ট বক্সে।