বিনোদন
প্রকাশ্য মঞ্চে উদ্দাম নেচে তাক লাগলেন অভিনেত্রী কোয়েল মল্লিক , তুমুল ভাইরাল ভিডিও
Advertisements

Advertisements
টলিউডের (tollywood) এক অন্যতম জনপ্রিয় অভিনেত্রী ‘কোয়েল মল্লিক’ (Koyel Mallik)। যার বাবা রঞ্জিত মল্লিক (Ranjit Mallik) , এক সফল অভিনেতা ছিলেন। তবুও মেয়ে কোয়েল নিজ পরিচয়ে খ্যাতির চরম শিখরে পৌঁছেছে। টলিপাড়ার ‘নাটের গুরু’ সিনেমা দিয়ে সর্বপ্রথম অভিনয় জীবনে পদার্পণ করেন তিনি। এরপর একাধিক হিট সিনেমাতে অভিনয় করতে দেখা গেছে তাকে।
Advertisements

এবার তাকে দেখা গেলো পুরোপুরি অন্য মেজাজে। ‘ডান্স ডান্স জুনিয়র’- এর মঞ্চে গ্র্যান্ড ফাইনালেতে দেখা মিলবে কোয়েলের। বিচারকের আসনে থাকা দেব, রুক্মিণী, মনামীর পাশাপাশি বিশেষ অতিথি বিচারক হিসেবে থাকবেন তিনি।
সম্প্রতি স্টার জলসায় অফিসিয়াল ইউটিউব থেকে আপলোড করা হয়েছে সম্পূর্ণ ভিডিওটি। কোয়েলের পাশাপাশি মঞ্চে থাকবে নিউ ব্যারাকপুরের অনুব্রত এবং কথাকলি। স্বাভাবিকভাবেই নেটিজেনরা অধীর আগ্রহে বসে আছে এই বিশেষ পর্বটির জন্য।
Advertisements