হাতে নেই কোনো কাজ, দুই সন্তানের সিঙ্গল মাদার, এরপরেও বিলাসবহুল জীবন কাটান করিশ্মা কাপুর!

বয়স যেন তাঁকে এখনো ও ছুঁতে পারেনি। তার সৌন্দর্য্যের প্রশংসা যত করা যায় তা যেনো ততই কম বলে মনে হয়। হ্যাঁ, ঠিকই বুঝেছেন আমি বলিউডের অন্যতম হট ও বোল্ড অভিনেত্রী করিশ্মা কাপুরের কথা বলছি। তার অভিনয় জগতের সূত্রপাত হয় ১৯৯১ সালে। জানা যায় যে, মাত্র ১৭ বছর বয়সে তিনি অভিনয়ের জগতে প্রবেশ করেছিলেন। তিনি প্রথম বলিউডে ‘প্রেম কয়েদি’ সিনেমায় অভিনয় করে তার যাত্রা শুরু করে ছিলেন।
আর এর পরেই একের পর এক ব্লকবাস্টার সিনেমা দর্শকদের উদ্দেশ্য তিনি উপহার দিয়েছেন। তার অভিনীত বেশ কয়েকটি হিট সিনেমা ছিল জিগর, আনাড়ি, রাজা বাবু, কুলি নং ওয়ান, রাজা হিন্দুস্থানী, দিল তো পাগল হ্যায় এর মতন বহু মুভিগুলি। আর একের পর এক মুভি তে তার অভিনয় দক্ষতার মাধ্যমে তিনি দর্শকদের মনে এক বিশেষ জায়গা করে নিয়ে ছিলেন।
প্রসঙ্গত, ২০০৩ সালে তিনি সঞ্জয় কাপুরকে ভালোবেসে বিয়ে করেন। তিনি বিয়ের পর তার সংসার নিয়ে খুবই ব্যস্ত হয়ে গিয়েছিলেন। যদি ও তারপর তিনি আবার বলিউডে কামব্যাক করলে ও তা দর্শকদের মনে বিশেষ সাড়া ফেলতে পারেনি বললেই চলে। তবে জানা যায়, তার বিয়ের কয়েক বছর পর থেকেই স্বামী-স্ত্রীর মধ্যে শুরু হয় তুমুল অশান্তি। শোনা যায় যে, ২০০৫ সালে তাদের প্রথম সন্তান সামায়রার জন্মের পর থেকে করিশ্মা ও সঞ্জয় আলাদা থাকতে শুরু করেছিলেন।
যদিও এরপর ২০১০ সালে তাঁরা আবার এক সঙ্গে থাকতে শুরু করে ছিলেন। আর সেই বছরই জন্ম নিয়েছিলো তাঁদের দ্বিতীয় সন্তান। কিন্তু এরপরেও সম্পর্কের ফাটল আরো জোরালো হয়। যার ফল স্বরূপ তাঁরা ২০১৪ সালের জুন মাসে আইনি মতে পাকাপাকি ভাবে তাঁদের দাম্পত্য জীবনের অবসান ঘটান।
তবে সোশ্যাল মিডিয়ায় ও তার ফ্যানদের মনে এক টাই প্রশ্ন উঠে আসে! স্বামীর সঙ্গে বিবাহ বিচ্ছেদ ও অন্য দিকে বলিউডে তেমন কোনো কাজ না পাওয়া এই সব মিলিয়ে কি করে জীবন কাটাচ্ছেন তিনি! খবর সূত্রে জানা যায় তাদের ডিভোর্স এরপর তাদের দুই সন্তান থাকে তাদের মা অর্থাৎ করিশ্মার সঙ্গে, তাহলে সব মিলে কি করে জীবন অতিবাহিত করছেন তিনি!
আসলে জানা যায় যে, করিশ্মা তার স্বামী সঞ্জয় কাপুরের সঙ্গে বিবাহ বিচ্ছেদ এরপর তার স্বামীর থেকে সন্তানদের ভরন পোষণের জন্য একটি মোটা টাকা নিয়েছেন। তিনি তার সন্তানদের খরচ বাবদ ১৪ কোটি টাকার দাবি করেছিলেন এবং তা পেয়ে ও যান। আর তিনি নিজের খরচা হিসেবে ১০ লাখ টাকা নিয়েছিলেন। বর্তমানে কিছু মডেলিং শো এবং কিছু বিজ্ঞাপনে কাজ করতে ও তাঁকে আমরা দেখতে পাই। বলতে গেলে সব মিলিয়ে বেশ ভালো ভাবেই জীবন কাটাচ্ছেন তিনি।
তবে আমরা সকলেই জানি কাপুর খান দানের বৈবভ কিছু কম নয় বললেই চলে। জানা যায় যে, বাবা রণধীর কাপুর ও মা ববিতা যা রেখে যাচ্ছেন তার দুই ভাগ এই দুই বোনের মধ্যেই হবে পরবর্তীতে। তাই বলাই বাহুল্য যে,করিশ্মা দিব্যি তার দুই সন্তানদের নিয়ে তার জীবন কাটাচ্ছেন। যদিও অনেক সময় আমরা বলিউড এর অনেকের সঙ্গে তার প্রেমের গুঞ্জন শুনেছি। তবে বর্তমানে একজন সিঙ্গেল মাদার হিসেবেই দুই সন্তান নিয়ে স্বাচ্ছন্দ্য তার জীবন অতিবাহিত করছেন তিনি।